Monday, November 17, 2025

ষষ্ঠী থেকে নবমীতে জোড়া ঘূর্ণাবর্ত: পুজোর পাঁচদিন স্বস্তি দেবে বৃষ্টি

Date:

বর্ষার বৃষ্টি যে শীত পর্যন্ত ডালপালা মেলেছে, তাতে শহরবাসী অভ্যস্ত হয়ে গিয়েছে। গোটা রাজ্যে কেনাকাটা থেকে পুজো দেখার ঢল নেমেছে বৃষ্টি উপেক্ষা করেই। পুজোর পাঁচদিন যে হালকা ও মাঝারি বৃষ্টির (light rain) পূর্বাভাস আবহাওয়া দফতর দিচ্ছে, তা যে বাঙালির পুজোর স্পিরিটকে দমিয়ে রাখতে পারবে না, তা এবার স্পষ্ট। তৃতীয়াতেই পুজো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস (forecast) শুনিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের উপর বর্তমানে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা মূলত বাংলার দক্ষিণ পশ্চিম উপকূলে। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরের এই নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি হারাবে। এর জেরে আগামী পাঁচ থেকে সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির (light to moderate rain) সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে।

তবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে; সেটি বুধবার নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা। শনিবার মেঘলা আকাশ, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।

আরও পড়ুন: জলযন্ত্রণা কাটিয়ে কেমন আছে কলকাতা? দুর্যোগের চিন্তা কাটছে না শহরবাসীর! 

কলকাতায় আগামী দু-দিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ থাকবে। কখনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version