তিন পুজোর থেকেও খসে পড়ল একটা! অমিত শাহর উদ্বোধন বাতিলে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বাংলায় ৬২ হাজার ৩৫৫টি পুজো হয়। তার মধ্যে বিজেপি নিজেদের পুজো বলে দাবি করেছিল মাত্র তিনটিকে। আর সেই পুজো উদ্বোধনে ঘটা করে উদ্বোধন করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। কিন্তু বিধি বাম। হারাধনের দশটি ছেলের মতো একটি পুজো উদ্বোধন (puja inauguration) বাতিল করা হল স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) থেকে। কেন করা হল? তার জবাব দেয়নি উদ্যোক্তা কিংবা বিজেপি। কিন্তু জানা গিয়েছে, ঘটনার পিছনে রয়েছে উদ্বোধনে লোক যোগাড় করা দুষ্কর হয়ে পড়েছে ওই পুজো কমিটির। লোক হাসানো বন্ধ করতে তাই শেষমেশ সিদ্ধান্ত উদ্বোধনে যাবেনই না অমিত শাহ (Amit Shah)।

রইল বাকি দুটি পুজো। তার মধ্যে একটি পুজো আবার হল ভাড়া করে। যে ধরনের পুজো একমাত্র বিদেশেই হয়। কিন্তু দুর্গাপুজোর পিঠস্থান বাংলায় যে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিজেপিকে, তা ভাবা যায়নি। বিজেপির অন্দরমহলে এখন আকচা আকচির চূড়ান্ত। বলা হচ্ছে, সাধ্য নেই, জনসমর্থন নেই, লোকজন নেই। তা সত্ত্বেও এত কেন ঢাক ঢোল পেটানো? বাংলার শাসক দল তৃণমূলের কটাক্ষ, এখানেই প্রমাণ হয়ে গেল বিজেপির আসলে বাংলায় কোনও পাড়াই নেই।

আরও পড়ুন: ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর! লাদাখে বিজেপি পার্টি অফিসে আগুন

শুক্রবার কলকাতার তিন পুজো উদ্বোধনের মধ্যে একটি বাতিল নিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে ২৬/৯ চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।

 

spot_img

Related articles

ফের বিঘ্ন মেট্রো পরিষেবা, যতীন দাস পার্কে আত্মহত্যায় ব্যাহত ব্লু লাইন

ফের ব্যাহত ব্লু লাইন মেট্রো পরিষেবা (Blue Line Metro Service)! শুক্রবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই...

“রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকুন”, সূর্যকুমারকে সতর্কবার্তা আইসিসির

রবিবার এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু তার আগেই  সতর্কিত হলেন সূর্যকুমার যাদব...

আগে সোনার উত্তরপ্রদেশ-বিহার-অসম গড়ে দেখান: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

ফের একবার রাজ্যে এসে  'সোনার বাংলা' গড়ার ফাঁকা আওয়াজ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার কিছুক্ষণের মধ্যেই...

পরিযায়ী মামলায় হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রের

'পরিযায়ী' তকমা দিয়ে বাংলার পরিবারকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বাংলাদেশি বলে...