চক্রবেড়িয়ার পুজোতে মহিলাদের আবদারে ডান্ডিয়া নাচ। ভবানীপুর মুক্ত সংঘের পুজোতে মদন মিত্রের গান। বুধবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো উদ্বোধন জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হল এরকম নানা ভাল লাগার মুহূর্ত। সোমবার রাতের রেকর্ডভাঙা বৃষ্টির দুর্যোগের কারণে মঙ্গলবারের সব কর্মসূচি বাতিল করেছিলেন তিনি। তবে বুধবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো উদ্বোধনে হাজির হয়ে তিনি তৈরি করলেন নানা ভাল লাগার মুহূর্ত।

চক্রবেড়িয়ার পুজোতে মহিলাদের অনুরোধে ডান্ডিয়া নাচে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর মুক্ত সংঘে মদন মিত্র গাইলেন গান, জমে উঠল আবহ। এক ডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বালিগঞ্জ কালচার, সমাজসেবী সংঘ, হিন্দুস্তান পার্ক, শিবমন্দির, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ—প্রায় চল্লিশটি পুজোর উদ্বোধন করলেন তিনি। শহরের পরিস্থিতি নিয়ে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকায় এখনও কিছুটা জল রয়েছে, সেটাও দ্রুত নেমে যাবে।”

একইসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে তাঁর অভিযোগ, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে, তার উপরে গঙ্গার জোয়ার। তবে পুরসভা খুব ভাল কাজ করছে।” রাজধানীতে পুজো উদ্বোধনের পাশাপাশি ভার্চুয়ালি জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – ছাত্র-যুবর আন্দোলনে পুলিশের লাঠি, লাদাখে ‘শহিদ’ ৪: রাজনীতির চেষ্টা বিজেপির

_

_

_

_

_

_
_