বাবার হাত ধরে একদিন যে নাবালিকা আলিপুরের চিড়িয়াখানায় (Alipur Zoo) ঘুরতে এসেছিল, সেই এখন রাজ্যের বনমন্ত্রী; পদাধিকার বলে আমন্ত্রিত দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে। বুধবার, আলিপুর চিড়িয়াখানায় সকলের সঙ্গে সেই স্মৃতি ভাগ করে নেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hasda)। দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেন তিনি।

এদিন চিড়িয়াখানার ডিজিটাল লাইব্রেরিরও (Digital Library) উদ্বোধন করা হয়। সেখানে ডিজিটাল লাইব্রেরিতে গিয়ে দুষ্প্রাপ্য বই ও গুরুত্বপূর্ণ নথি পড়তে পারবেন পাঠকরা।

এদিন অনুষ্ঠানে বনমন্ত্রী নিজের ছোটবেলার চিড়িয়াখানা (Alipur Zoo) বেড়ানোর স্মৃতি সবার সঙ্গে ভাগ করেন। বলেন, ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানা ঘুরতে এসেছিলাম। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকে ছিলাম। বাবার হাত ধরে ঘুরে দেখেছি। আইসক্রিম কিনে দিয়েছিল বাবা। সেই আইসক্রিমের স্বাদ আর এখন নেই।

–

–

–

–

–

–

–