Monday, November 17, 2025

সাঁতারের আমন্ত্রণ যাঁর, জুবিন মৃত্য়ু তদন্তে সেই শেখর গোস্বামীকেই প্রথম গ্রেফতার

Date:

নাম ছিল এফআইআর-এ। সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Singer Jubin Garg death) মৃত্যুতে জুবিনের সঙ্গী সেই শেখর গোস্বামীকেই প্রথম গ্রেফতার করল অসম সরকারের (Assam Govt.) গঠন করা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (SIT)। বৃহস্পতিবার শেখরজ্যোতি গোস্বামীকে গুয়াহাটির (Guwahati) কাছে তাঁর জালুকবাড়ির বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের অনুষ্ঠানের আয়োজক সিদ্ধার্থ শর্মার বাড়িতেও যান এসআইটি সদস্যরা। আরও পড়ুনঃ প্রিন্স আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন, ঘটনাস্থলে চারটি ইঞ্জিন

জুবিন মৃত্যুতে জাতীয় নারী বাহিনীর তরফ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই এফআইআরে নাম ছিল শ্যামকানু, সিদ্ধার্থ, সঞ্জীব নারিনের। সেই সঙ্গে নাম ছিল ড্রামিস্ট শেখরজ্যোতিরও। সেই তদন্তে বুধবার সন্ধ্যায় ৯ সদস্যের এই বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলটির নেতৃত্বে রয়েছেন সিআইডির বিশেষ ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত।

প্রসঙ্গত, আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে তদন্ত গভীর হচ্ছে। শিল্পীর ভিসেরার নমুনা দিল্লির সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে (সিএফএল) পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মামলাটি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। আপাতত তাদের দায়িত্বেই তদন্ত চলছে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মর্মান্তিকভাবে জুবিন গর্গ মারা যান। সিঙ্গাপুরে তিনি একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন। প্রাথমিক ময়নাতদন্ত শেষ হলেও তাঁর মরদেহ দেশে ফেরার পর আসাম সরকার আরও একটি ময়নাতদন্ত করায়। সূত্রের খবর, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে প্রথমে যোগ দিতে চাননি জুবিন ৷ সিঙ্গাপুরে যাওয়ার আগের মুহূর্তেও জুবিন ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, তিনি যেতে চান না কিন্তু এই ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য তাঁকে কার্যত জোর করা হয়েছে৷

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version