সমালোচনা সহ্য করেও কাজ, বাহিনীতে আরও বেশি মহিলা পুলিশ: আলিপুর বডিগার্ড লাইনে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উৎসবের দিনেও পরিবার ভুলে মানুষের কাজ করে পুলিশ (Police)। সমালোচনা সহ্য করেও কাজ করে তারা। বৃহস্পতিবার আলিপুর বডিলাইনসের (Alipore Bodylines) দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশকর্মীদের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাহিনীতে আরও বেশি করে মহিলা পুলিশ নিযুক্ত করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

এদিন বডিলাইনসের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশ বাহিনীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “যাদের কাজই হল নিন্দা করা, তারা নিন্দা করবেই। আপনি আপনার কাজটা করে যান। যারা অপপ্রচার করে, তাদের কথায় কান দেবেন না। কারণ ৫ জনের জন্য তো আর ৯৫ জনকে বঞ্চিত করা ঠিক নয়।” নিজের উদাহরণ টেনে মমতা বলেন, “আমি ভূতের মতো সারাদিন খাটি, তবুও সবচেয়ে বেশি গালাগালি আমাকেই খেতে হয়। তবু আমি বিশ্বাস করি, ক্ষমায় সবচেয়ে বড় ধর্ম।” জানান, রাজ্য পুলিশে আগামীদিনে আরও বেশি মহিলাদের নিয়োগ করা হবে।

উৎসবের মরসুমেও ছুটি নেই। ২৪ ঘণ্টা ডিউটিতে থাকেন পুলিশ কর্মীদের। তার পরেও পুলিশকে লক্ষ্যে করে উড়ে আসে কটূক্তি। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের অনেক সদস্যই দিনরাত খেটে চলেছেন, তাঁদের প্রাপ্য সম্মান যাতে তাঁরা পান, তা নিশ্চিত করতে হবে।

পুলিশকর্মী-আধিকারিকদের পাশাপাশি তাঁদের পরিবারকেও কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “আজ যদি কোনও পুলিশ কর্মী মারা যান, সঙ্গে সঙ্গে পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। না হলে পরিবার চলবে কী করে? বাড়ির মেয়েরা সাপোর্ট না দিলে পুলিশ এতটা কাজ করতে পারত?”

এবার দিঘার জগন্নাথ ধামের অনুকরণে তৈরি হয়েছে আলিপুর বডিলাইনসের পুজো মণ্ডপ। দেখে খুশি মুখ্যমন্ত্রী। বলেন, “যেভাবে দিঘার মণ্ডপকে তুলে এনেছেন, কোনও কথায় তার উপমা হবে না।” এবার থেকে পুলিশ বিভাগের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করার কথা জানান মুখ্যমন্ত্রী। সেরা পুলিশ পাবেন পুরস্কার।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার ৩০০ পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

নিয়োগ সংক্রান্ত সব মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থর, জেলমুক্তি কবে জানালেন আইনজীবীরা

প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Teachers Recruitment Case) অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই সংক্রান্ত অন্য...

তৃণমূল কেন বারবার ক্ষমতায়? আপনাদেরই লোকজন কী বলছেন? শুনুন কমরেড

অভিজিৎ ঘোষ দুটি ঘটনা। বাংলার মানুষ কেন মাথায় করে রেখেছেন মা-মাটি-মানুষের সরকারকে (TMC Govt), তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে...

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক, খেলতে পারবেন সূর্যকুমার যাদব?

এশিয়া কাপের ( Asia Cup) সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানে জিতে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।আগেই ফাইনালের স্থান...

বৃষ্টি মাথায় মণ্ডপ দর্শনে উৎসব প্রিয় বাঙালি 

পুজো চলবে, চলবে বৃষ্টিও। দ্বিতীয়টি কোনভাবেই প্রথমটিকে দমিয়ে রাখতে পারবে না। বৃহস্পতির বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় উৎসবমুখী কলকাতার আমেজে...