Monday, November 17, 2025

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

Date:

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার (Rampurhat Police) পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন (rape and murder) করা হয়েছিল ছাত্রীকে। এখনও শরীরের একাংশের খোঁজ পাওয়া যায়নি। তা সত্ত্বেও ধর্ষণের উল্লেখ রয়েছে চার্জশিটে (chargesheet)। আইনজীবীদের দাবি জেরায় ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক।

২৮ অগাস্ট পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রায় ২০ দিন পর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কালিডাঙা গ্রামের জলা জমি থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহাংশ। সেই তদন্তে ছাত্রী স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করে পুলিশ। যদিও বারবার নিজের আইনজীবী থেকে পুলিশ – সকলকে ভুল বোঝানোর চেষ্টা চালায় অভিযুক্ত শিক্ষক।

শিক্ষকের বাড়ির পরিচারিকা বৃহস্পতিবার আদালতে গোপন জবানবন্দি দেন। যেখানে তিনি খুন হওয়ার ঘটনা সাক্ষী থাকার উল্লেখ করেন। তদন্তে উঠে আসে, ছাত্রীকে অপহরণের দিন এবং পরদিন ধর্ষণ করে শিক্ষক মনোজ পাল। সেক্ষেত্রে অজ্ঞান করে ধর্ষণ করারও সম্ভাবনা রয়েছে। তবে সংজ্ঞা ফিরে পেতেই ছাত্রী পালানোর চেষ্টা করে। তখন তাকে পরিচারিকার বাড়িতে রাখার অনুরোধ জানায় শিক্ষক। কিন্তু পরিচারিকা তাতে রাজি হননি। এরপরই খুনের সিদ্ধান্ত মনোজের, এমনটাই তদন্তে ইঙ্গিত।

এখনও ছাত্রীর হাত ও নিম্নাংশ খুঁজে পাওয়া যায়নি। ফলে ধর্ষণের প্রমাণ নিয়ে সমস্যা রয়েছে। যদিও ঘটনার এতদিন পরে জলে ফেলে দেওয়া দেহাংশ থেকে ধর্ষণের প্রমাণ পাওয়া সম্ভব নয়। শুক্রবার প্রাথমিক চার্জশিট (chargesheet) পেশ করে রামপুরহাট থানার পুলিশ। সেখানে ধর্ষণ করে খুনের (rape and murder) উল্লেখ রয়েছে। যদিও পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে এই ঘটনার সঙ্গে মনোজ পাল ছাড়া আর অন্য কেউ যুক্ত ছিল কিনা, তা নিয়ে।

আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন রামপুরহাটের ছাত্রীকে! দেহাংশ না পেয়ে ‘ধর্ষণ’ প্রমাণে সমস্য়ায় পুলিশ

এই নক্কারজনক ঘটনায় যাতে দ্রুত অপরাধী শিক্ষকের সাজা হয় তার যাবতীয় প্রচেষ্টা চালাবে পুলিশ, জানান বীরভূম পুলিশ সুপার আমনদীপ। তিনি জানান, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে চার্জশিট জমা দিয়েছে। দিনরাত এক করে আমাদের টিম কাজ করেছে যাতে এই জঘন্য ঘটনার শাস্তি হয়। আদালতেও যাতে দ্রুত এই ঘটনায় অভিযুক্ত সর্বোচ্চ সাজা পায়, তার চেষ্টা করব। পুজোর ছুটির পর আদালত খুললেই এই ঘটনার দ্রুত সাজার জন্য চেষ্টা করা হবে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version