Sunday, November 16, 2025

তৃণমূল কেন বারবার ক্ষমতায়? আপনাদেরই লোকজন কী বলছেন? শুনুন কমরেড

Date:

অভিজিৎ ঘোষ
দুটি ঘটনা। বাংলার মানুষ কেন মাথায় করে রেখেছেন মা-মাটি-মানুষের সরকারকে (TMC Govt), তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘটনাগুলি। আপাতত দুটি ঘটনা।

সবংয়ে আমাদের পাড়া, আমাদের সমাধানের শিবির হয়েছে। নেত্রীর নির্দেশ মতো এলাকার বয়স্ক মানুষটিকে সভার সভাপতিত্ব করতে অনুরোধ করা হয়েছিল। শিবির বসেছিল সংসদ এলাকায় খাসমহল প্রাথমিক বিদ্যালয়ে। সভাপতি করা হয় এলাকার ১৫ বছরের অঞ্চল প্রধান এবং সিপিএম নেতা ক্ষুদিরাম সিংকে। সভায় বলতে উঠে ক্ষুদিরাম যা বললেন, তাতে সিপিএমের আরও এক দশক মুখে আঙুল দিয়ে বসে থাকা উচিত। তিনি বললেন, দীর্ঘদিন প্রধান ছিলাম। সিপিএম আমলে মানুষের কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বামফ্রন্ট সরকার, বর্তমান তৃণমূল সরকারের মতো কাজে সহযোগিতা করেনি। আর তাই মানুষও দূরে ঠেলে দিয়েছে। পাশাপাশি বর্তমান সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তার তুলনা হয় না। আর তা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুযোগ্য নেতৃত্বে। কমরেড, ক্ষুদিরামকে প্রশ্ন করুন।

দ্বিতীয়ত, আর একটি ঘটনা। চমকে দেওয়ার মতো। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে বামেদের কতো ট্যারা-ব্যাঁকা কথা। তো নদিয়ার তাহেরপুরের ক্লাব সম্মিলনী মোটামুটি বামেদের ক্লাব বলেই পরিচিত। তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে দিঘার মন্দিরের (Jagannath Temple Digha) আদলে মণ্ডপ তৈরির। প্রতিটি বামপন্থী সদস্য মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে এক বাক্যে রাজি হয়েছেন দিঘার মন্দিরের আদলে মণ্ডপ তৈরিতে। ক্লাবের কর্মকর্তা সুকান্ত দত্ত জানান, সকলে ভীষণ খুশি। এবারের পুজোয় তাহেরপুরের এই মণ্ডপ জেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে। কেন তৃণমূল তিনবার পেরিয়ে চারবার ক্ষমতায় আসতে চলেছে, তার উত্তর স্পষ্ট উত্তর এই দুটি ঘটনাতেই স্পষ্ট। কুৎসা করার আগে ভাবার চেষ্টা করুন কমরেড! প্রয়োজনে এমন উদাহরণ আবার দেব।

 

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version