Sunday, November 16, 2025

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন পল্লি, নলিন সরকার স্ট্রিট, কুমোরটুলি পার্ক থেকে শুরু করে দক্ষিণে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, একডালিয়া কিংবা ত্রিধারা—সব জায়গাতেই একই দৃশ্য, মানুষের কালো মাথা।

ত্রিধারা সম্মিলনীতে এবারের থিম চলো ফিরি। মণ্ডপে ঢুকলেই যেন অঘোরি তান্ত্রিকদের ডেরা। নেপথ্যে দেবাদিদেব মহাদেব, সঙ্গে বাজছে সঙ্গীত। বেনারসের হরিশচন্দ্র ঘাট থেকে আসা অঘোরিদের নাচ আর অঙ্গভঙ্গি উপভোগ করছেন দর্শনার্থীরা। সন্ধ্যা নামতেই সেখানে উপচে পড়ছে ভিড়।

অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও জমজমাট ভিড়। বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার সাজ নিউ জার্সির অক্ষরধাম। মহালয়ার পর থেকেই সেখানে ভিড়ের ছবি ধরা পড়লেও পঞ্চমী সন্ধ্যায় তা রীতিমতো বিস্ফোরিত হয়েছে।

শহরের অন্যান্য পুজোর মধ্যে বালিগঞ্জ ২১ পল্লির ভাবনা সংবহন নজর কেড়েছে বহু দর্শনার্থীর। রাত গভীর হলেও রাজপথে যেন সবে সন্ধে নেমেছে। জনসমাগম সামলাতে নাজেহাল হতে হয়েছে পুলিশকেও।

তবে পুজোর জৌলুসের মধ্যেও খানিক মনখারাপ ঢাকিদের। ষষ্ঠীতে পা পড়লেও এখনও বায়না হয়নি অধিকাংশ ঢাকির। শিয়ালদহ স্টেশনে ঢাকের বোল উঠলেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকিদের চোখে তাই হতাশার ছায়া। পঞ্চমীর রাতেই শহর মাতোয়ারা, হাতে এখনও বাকি আরও পাঁচ দিন।

আরও পড়ুন – উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version