চুমু প্রতি ১ হাজার টাকা! বিস্ফোরক ‘কাস্টিং কাউচে’র অভিজ্ঞতা শোনালেন সইফ

Date:

Share post:

হ্যান্ডসাম ছোটে নবাব। প্রথম বিয়ে বয়সে অনেক বড় অমৃতা সিংকে। দ্বিতীয় স্ত্রী আবার তাঁর থেকে অনেক ছোট। সেই সইফ আলি খানকেই (Saif Ali Khan) না কি টাকার জন্য প্রযোজককে চুমু থেকে হয়। চুমু প্রতি রেট ১০০০টাকা।

পতৌদির নবাব পরিবারের সদস্য। নামী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) পুত্র। সোনার চামচ মুখে নিয়েই জন্মেছেন সইফ। কিন্তু অর্থকষ্টের মুখে মায়ের পেশা বেছে নেন সইফ। কেরিয়ারের শুরুতেই ১০ বছরের বড় নায়িকাকে বিয়ে করেছিলেন সইফ। এবার সইফের কথায় উঠে এল, নিজের লড়াইয়ের দিনগুলি। অভিনেতা জানান, একটা সময় তাঁকে মাত্র ১০০০ টাকার জন্য মহিলা প্রযোজককে চুমু খেতে হয়। ১০টি চুমু ১০ হাজার টাকা।

বয়স তখন মাত্র ২১ বছর। সইফ (Saif Ali Khan) সেই সময়ে বয়সে বড় এবং প্রতিষ্ঠিত নায়িকা অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। সারার জন্ম হয় তখন সইফ ২৫। তাঁর উপর পরিবারের দায়িত্ব ছিল। তিনি বলেন, সেই সময়ে একজন প্রযোজক তাঁকে সপ্তাহে এক হাজার টাকা দিয়েছিলেন। শর্ত ছিল একটাই। প্রতিবার টাকা দেওয়ার সময় সইফকে ওই মহিলার গালে চুমু খেতে হবে। মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের পুত্র সইফ অকপটেই স্বীকার করেছেন যে চলচ্চিত্র দুনিয়ায় তাঁর প্রবেশ একেবারেই মসৃণ ছিল না। কাস্টিং কাউচ শুধুমাত্র মেয়েদের হয় তেমন একেবারেই নয়। বাস্তব যে ঠিক কতটা বিপজ্জনক সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন।

সইফ বলেন, “আমি ছবিতে দ্বিতীয় লিড করেছি, তৃতীয় লিডও করেছি। বেশ কয়েকটি চলচ্চিত্র আমাকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছিল। কিন্তু এমন একটি সময় এসেছিল যখন একের পর এক, খারাপ ছবি“। তবে হাল ছাড়েননি সইফ। নব্বইয়ের দশক ছিল তাঁর কেরিয়ারের ‘নেট অনুশীলন’।

‘লাভ কে লিয়ে কুছ ভি কারেগা’ এবং ‘দিল চাহতা হ্যায়’-এর মতো ছবিগুলি সইফকে রোমান্টিক-হিরোর চরিত্র থেকে বেরিয়ে আসতে অনেকটা সাহায্য করেছে। ওমকারা (২০০৬) ছবিতে সইফ ‘ল্যাংরা ত্য়াগী’র জটিল চরিত্রে অভিনয় করে নিজের শিল্পীসত্তা বুঝিয়ে দিয়েছেন। সইফ আলি খানকে শেষবার দেখা গিয়েছিল জয়দীপ আহলাওয়াতের সাথে জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস-এ তবে সামনেই প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে সইফকে। তিনি অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন।

spot_img

Related articles

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...

বড়পর্দার ‘মুনির’ ক্রেজ, অঙ্কুশের জন্য আঘাত পেলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়া!  

বঙ্গজীবনের পুজো উচ্ছ্বাস-উন্মাদনার নতুন শরিক 'রক্তবীজ-টু' (Raktabeej 2)ক্রেজ। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় (Shiboprasad Mukherjee - Nandita Roy) পরিচালিত বাংলার...

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার। ভরপুর অ্যাকশন। সঙ্গে ইমোশন আর ভরপুর রোমান্স। আছে দুটি আইটেম নম্বর। পুজোর উপহার...