মাইক বাজানোর সময়সীমা কমাল চন্দননগর পুলিশ কমিশনারেট

Date:

Share post:

এবার দুর্গাপুজায় মাইক বাজানোর উপর সময়সীমা ২ঘণ্টা কমিয়ে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionrate)। ২৬ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশিকায় পুলিশ কমিশনার নির্দেশ দেন, সকাল ৭টার আগে ও রাত ৯টার পরে মাইক বাজানো যাবে না।
ওই নির্দেশে আগের বিধিনিষেধও বহাল আছে।
ইন্ড্রাস্ট্রিয়াল কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল এলাকায় যথাক্রমে ৭৫, ৬৫ ও ৫৫ ডেসিবলের মধ্যেই শব্দসীমা রাখতে হবে।
সাইলেন্স জোন যেমন হাসপাতাল, নার্সিংহোম, শিক্ষাঙ্গন, আদালতের একশো মিটারের মধ্যে কোনওরকম মাইক বাজানো যাবে না। সমস্ত পুজো কমিটিকেও নির্দেশ পাঠানো হয়েছে।

জেলায় বাজি ও শব্দের দূষণ ঠেকাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ। মঞ্চের উদ্যোগে সম্প্রতি জেলার প্রবীণ নাগরিকরা পথে নেমে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন বাজি দূষণ ও শব্দ যন্ত্রণা মুক্ত উৎসব পালন করার বিষয়টি নিশ্চিত করার। জনসচেতনতায় বিলি করেছে লিফলেট। প্রদর্শন করেছে পোস্টার।

মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকারের কথায়, নির্দেশিকা জারি করার পাশাপাশি নির্দেশিকা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়াও জরুরি। নাহলে নির্দেশিকা কাগজে কলমেই থেকে যাবে। মঞ্চের সহসম্পাদক জয়ন্ত কুমার পাঁজার কথায়, নির্দেশিকা মানা হয় কোথায়? সম্প্রতি গণেশপুজোতেও সব নির্দেশ থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন জায়গায় রাস্তা জুড়ে মধ্য রাত পর্যন্ত জেবিএল বক্সের তাণ্ডব চলেছে। জেলার প্রবীণ নাগরিক, মঞ্চের সদস্য  ভাস্কর চট্টোপাধ্যায় বলেন, প্রশাসন এবার একটু কঠোর হোক। নিত্য যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার (Chandannagar Police Commissionrate) নির্দেশকে স্বাগত জানাচ্ছেন তাঁরা।

spot_img

Related articles

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: শীঘ্র খুলবে দুধিয়া সেতু, জানাচ্ছে প্রশাসন

দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান...