বিতর্কের আবহেই রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দেশ।

ম্যাচের শেষ এবং ট্রফি দেওয়ার পাশাপাশি দুই দলের সঙ্গে হাত মেলানোর কথাও রয়েছে তাঁর। ভারত কী করে সেটাই এখন দেখার। এর আগে ভারত হাত মেলায়নি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে।

রবিবারের ফাইনালে জিতলে ভারতকে ট্রফি নিতে হবে। সেই ট্রফি তুলে দেওয়ার জন্য মঞ্চে থাকবেন মহসিন নকভি, যিনি এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী। ভারতীয় দল সেই কর্তার হাত থেকে ট্রফি নেবে কি না, তা নিয়েও সন্দেহ আছে। এর আগে জানা গি্য়েছিল ভারত পুরস্কা্র বিতরণী মঞ্চে থাকবে না। নাকভির হাত থেকে ট্রফিও নেবে না। সম্প্রতি ভারতকে কটাক্ষ করে সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করেছেন নকভি।

পাশাপাশি কেমন হতে পারে ভারতীয় দল তা নিয়েও চর্চা শুরু হচ্ছে। গরমে শুকনো পিচে স্পিনাররা একটু আধটু সুবিধা পান। তাছাড়া উইনিং কম্বিনেশন কেউ বদলাতে চায় না। পাকিস্তানের বিরুদ্ধে তাই শেষ দু’ম্যাচে সাফল্য পাওয়া দলই খেলতে পারে আজ।

ভারতের জন্য চিন্তার জায়গা হল হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেন তিনি। ম্যাচ শেষে বোলিং কোচ মর্নি মর্কেলও হার্দিকের চোট নিয়ে উদ্বেগপ্রকাশ করেন হার্দিক যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে তার জায়গা নিতে পারেন অর্শদীপ সিং বা হর্ষিত রানা।

আরও পড়ুন:”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

ভারতের সম্ভাব্য একাদশ হিসেবে নাম থাকতে পারেন অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া/অর্শদীপ সিং বা হর্ষিত রানা, শিভম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তীর।
