তাঁকে দেখে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন, ভারতীয় সিনেমার সবচেয়ে সুন্দর অভিনেত্রী। রূপে-অভিনয়ে-নাচে এক সময় হিন্দি তথা দক্ষিণী ছবির দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি। পঞ্চমীর সন্ধেয় রামমোহন সম্মিলনীর পুজো মণ্ডপে এসে সেই জয়াপ্রদা (Jayaprada) জানালেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভালবাসেন। জানালেন, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি হওয়া সত্ত্বেও সাংসদ জয়াপ্রদাকে নিজের হাতে আঁকা স্কেচ উপহার দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

বয়সের মেদ হয়ত জমেছে যৌবনের লাবণ্যে। কিন্তু নাচের স্কিল এতটুকুও কমেনি। পঞ্চমীর সন্ধেয় রামমোহন সম্মিলনীর পুজো মণ্ডপে ‘ডাফলিওয়ালে’ গানে দিব্যি পা মেলালেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ জয়াপ্রদা। একই সঙ্গে শোনালেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা। জানান, “হয়ত আলাদা রাজনৈতিক দল করেছি, কিন্তু মমতাদির প্রতি ভালোবাসা একই রকম আছে।”

জয়াপ্রদার সাংসদ জীবনের সেই অজানা কাহিনি নিজেরক এক্স হ্যান্ডেলে জানান, রামমোহন সম্মিলনীর পুজোর প্রধান উদ্যোক্তা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেল ট্যাগ করে তিনি লেখেন,
“মমতাদিকে নিয়ে untold story. Exclusive: রামমোহন সম্মিলনী। ‘ডাফলিওয়ালে’র সঙ্গে জয়া প্রদার নাচ। ডাকসাইটে অভিনেত্রী, প্রাক্তন সাংসদ। নয়ের দশকে পার্লামেন্টে তাঁর সাক্ষাৎকার নিয়েছি একাধিকবার। আজ এতকাল পর মঞ্চে পর্দার সেই নাচের ঝলক। পাড়া মাতিয়ে। সেই সঙ্গে বললেন মমতাদিকে নিয়ে একটি ঘটনা-” আমি তখন লোকসভায়। মমতাদি আমাকে পছন্দ করতেন। আমিও ওঁর ফাইটিং স্পিরিট পছন্দ করতাম। একদিন লোকসভার মধ্যেই ডাকলেন। জয়া এদিকে এসো। আমি গেলাম। ওখানে বসে আমার কী সুন্দর স্কেচ এঁকে দিলেন। আমার সেদিন চুল খোলা ছিল। মমতাদির ওই চটজলদি আঁকা সুন্দর ছবিটা কখনও ভুলব না। আমি ওঁকে শ্রদ্ধা করি, ভালোবাসি। হয়ত আলাদা রাজনৈতিক দল করেছি, কিন্তু মমতাদির প্রতি ভালোবাসা একই রকম আছে।” উল্লেখ্য, জয়াজি একসময় তেলুগু দেশমের রাজ্যসভার সদস্যা ছিলেন। পরে সমাজবাদী পার্টি থেকে লোকসভায়। বললাম,” জয়াজি, বলিউডে অনেক নায়িকা হিট, তাঁদের শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে সুন্দর কিন্তু আপনিই।” জয়া প্রদা হাসলেন। এরপর আমার অনুরোধ, জনপ্রিয় গানটি চালাচ্ছি। আপনি একটু সম্পূর্ণতা দিয়ে দিন। অতঃপর নৃত্যশিল্পী জয়া প্রদার কয়েক ঝলক।”

জয়াপ্রদা, পাওলি দাম, টিম রক্তবীজ ২- সবার উপস্থিতিতে পঞ্চমী থেকেই জমজমাট রামমোহন সম্মিলনীর পুজো।

–

–

–

–

–

–