পঞ্চমীর রাতে হঠাৎ দর্শনার্থীদের জন্য কলকাতার বিখ্যাত পুজো মহম্মদ আলি পার্কের মণ্ডপ ও দুর্গাদর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাঁদের। পুলিশ নাকি ব্যারিকেড করে রাস্তা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। তার ফলে দর্শনার্থীরা যাচ্ছে না মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ অভিমুখে। পুলিশ সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। দ্ব্যর্থহীন ভাষায় পুলিশ জানিয়ে দিয়েছে, কোনওভাবেই মণ্ডপের প্রবেশ পথ আটকানো হয়নি। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যা করা দরকার সেটুকুই করা হয়েছে।

উদ্যোক্তারা অভিযোগ করেন, অন্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। দর্শনার্থীরা চলে যাচ্ছেন অন্য পুজো মণ্ডপে। সেই কারণেই শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্যোক্তারা।

দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় পুজো মণ্ডপ। এরপরই কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, দর্শনার্থীদের জন্য কোনও রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত সমস্ত দর্শনার্থীরাই আসতে পারছেন। এরপরে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্ক যেতেই পারেন দর্শনার্থীরা। পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারে না, যেতে বলছেও না।

আরও পড়ুন :”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের
এদিকে পুজো উদ্যোক্তারা স্পষ্ট জানিয়েছে, দর্শনার্থীদের জন্য মণ্ডপ। কিন্তু তাঁরাই যদি আসতে না পারেন কী হবে মণ্ডপ খোলা রেখে। তাই দেবীর বোধনের আগে বন্ধ করে দেওয়া হয় মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপের আলো।

–

–

–

–
