Tuesday, November 4, 2025

বিজয়ের সভায় পদপিষ্ট কাণ্ডে অমানবিকতার অভিযোগ! হাইকোর্টের দ্বারস্থ টিভিকে 

Date:

তামিল অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়ের জনসভাকে ঘিরে পদপিষ্ট কাণ্ডে নতুন মোড়। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় সাধারণ মানুষের প্রতি চরম অমানবিক আচরণ করেছিলেন বিজয়। সকাল থেকে অপেক্ষায় থাকা জনতা সন্ধ্যা ৭টার পর তাঁর আগমনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি, অজ্ঞান হয়ে পড়েন অনেকে। কেউ কেউ বিজয়ের দৃষ্টি আকর্ষণের জন্য বাসে চপ্পল ছুড়তে থাকেন। জনতা সাহায্যের জন্য চিৎকার করলেও বিজয় তা উপেক্ষা করেছেন বলে অভিযোগ।

এই ঘটনার পরই রাতারাতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজয়। তাঁর রাজনৈতিক দল *তামিলাগা ভেট্রি কাজাগম* (টিভিকে) রবিবার আদালতে জরুরি আর্জি দাখিল করে। তারা দাবি করেছে, পদপিষ্টের ঘটনায় চক্রান্ত রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। আইনি সংবাদমাধ্যম লাইভ ল জানিয়েছে, হাইকোর্ট আবেদনটি গ্রহণ করেছে এবং খুব সম্ভবত সোমবারই শুনানি হবে।

এরই মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনকে তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা করেছেন। উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন, বিচারপতি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

উল্লেখযোগ্য, এর আগেই বিজয়ের দলের সমাবেশ নিয়ে হাইকোর্ট সতর্ক করেছিল। গত অগস্টে জনসভা আয়োজনের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল টিভিকে। তখনই আদালত পদপিষ্ট হওয়ার আশঙ্কার কথা বলে সতর্ক করেছিল দলকে। বিজয়কে বিশেষভাবে অনুরোধ করতে বলা হয়েছিল যাতে প্রসূতি ও বিশেষভাবে সক্ষমরা সমাবেশে না আসেন। শান্তিপূর্ণ ও আইনানুগভাবে সভা আয়োজনের নির্দেশও দিয়েছিল আদালত।তবুও সেই সতর্কবার্তার পর এমন দুর্ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিতর্কের কেন্দ্রে বিজয় এবং তাঁর দল।

আরও পড়ুন – অবশেষে জালে স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version