ভবানী পাঠকে দুরন্ত প্রসেনজিৎ, ঝাঁঝ বাড়ছে দেবী চৌধুরানীর

Date:

Share post:

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকে সফলভাবে পর্দায় তুলে আনলেন আজকের দিনের দুই চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ‘দেবী চৌধুরানী’ ছবি (Film) সফল হয়েছে মেকিং এবং অভিনয়ের যুগলবন্দিতে। নাম ভূমিকায় শ্রাবন্তী ব্যতিক্রমী ধরণের ভালো কাজ করেছেন। আর প্রসেনজিৎ? ভবানী পাঠক চরিত্রটি প্রসেনজিতের (Prasrnjit Chatterjee) অভিজ্ঞতা, ধার এবং ভারে অসাধারণ।

ছবি শেষের পর মনে হয় ভবানী পাঠককে আরও কিছুটা বেশি স্ক্রিন দিলে বোধহয় আরও ভালো হত। বাস্তবে প্রসেনজিৎ তাঁর ওজনটা বুঝিয়ে দিয়েছেন এই চরিত্রটি দিয়ে। পরিচালক এবং চিত্রনাট্যকার সমাজ, সাহিত্য ও সময়কে বেঁধেছেন ঠাসবুননে। বাঙালিয়ানার মোড়কেই আস্থা রেখেছেন পরিচালক, এটা সুলক্ষণ।

সাহিত্যভিত্তিক ছবি তৈরির ঘাটতিকে পুষিয়ে দেওয়ার মত ছবি দেবী চৌধুরানী। তৎকালীন বাংলার সমাজ, ইংরেজ আগ্রাসন, বিদ্রোহকে ঠিকভাবে আজকের দর্শকের দরবারে এনেছে এই টিম। প্রচারের বিপুল কৃত্রিম আয়োজনের মায়াজালের বাইরে প্রসেনজিৎ-শতাব্দী একেবারে সুনীল গাভাসকারের মত কপি বুক কভার ড্রাইভে বাউন্ডারি এনেছেন এখানে। দর্শক উপভোগ করছেন দারুণভাবে।

নির্ধারিত দিনের আগে ছবি রিলিজ, টিকিটের দাম বাড়িয়েও শেষে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাড়তি শো দিতে লবি করা, এসবে দেখা যায়নি প্রসেনজিৎকে (Prasenjit Chatterjee)। আসলে তাঁর দুর্ভাগ্য, তিনি যখন ইন্ডাস্ট্রিকে হিটের পর হিট দিয়েছেন, তখন ফেসবুক, ইউ টিউব, রিল, এক্স, ইনস্টা-এসব সেভাবে আসেইনি। এসব ছাড়াই তিনি দীর্ঘদিন রাজ করেছেন। কেন রাজ করেছেন, তার কারণটা দর্শক খুঁজে পাবেন আজকের ভবানী পাঠকের মধ্যে। এই দেবী চৌধুরানী ছবি বাংলার দর্শক মনে রাখবেন।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...