ভবানী পাঠকে দুরন্ত প্রসেনজিৎ, ঝাঁঝ বাড়ছে দেবী চৌধুরানীর

Date:

Share post:

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকে সফলভাবে পর্দায় তুলে আনলেন আজকের দিনের দুই চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ‘দেবী চৌধুরানী’ ছবি (Film) সফল হয়েছে মেকিং এবং অভিনয়ের যুগলবন্দিতে। নাম ভূমিকায় শ্রাবন্তী ব্যতিক্রমী ধরণের ভালো কাজ করেছেন। আর প্রসেনজিৎ? ভবানী পাঠক চরিত্রটি প্রসেনজিতের (Prasrnjit Chatterjee) অভিজ্ঞতা, ধার এবং ভারে অসাধারণ।

ছবি শেষের পর মনে হয় ভবানী পাঠককে আরও কিছুটা বেশি স্ক্রিন দিলে বোধহয় আরও ভালো হত। বাস্তবে প্রসেনজিৎ তাঁর ওজনটা বুঝিয়ে দিয়েছেন এই চরিত্রটি দিয়ে। পরিচালক এবং চিত্রনাট্যকার সমাজ, সাহিত্য ও সময়কে বেঁধেছেন ঠাসবুননে। বাঙালিয়ানার মোড়কেই আস্থা রেখেছেন পরিচালক, এটা সুলক্ষণ।

সাহিত্যভিত্তিক ছবি তৈরির ঘাটতিকে পুষিয়ে দেওয়ার মত ছবি দেবী চৌধুরানী। তৎকালীন বাংলার সমাজ, ইংরেজ আগ্রাসন, বিদ্রোহকে ঠিকভাবে আজকের দর্শকের দরবারে এনেছে এই টিম। প্রচারের বিপুল কৃত্রিম আয়োজনের মায়াজালের বাইরে প্রসেনজিৎ-শতাব্দী একেবারে সুনীল গাভাসকারের মত কপি বুক কভার ড্রাইভে বাউন্ডারি এনেছেন এখানে। দর্শক উপভোগ করছেন দারুণভাবে।

নির্ধারিত দিনের আগে ছবি রিলিজ, টিকিটের দাম বাড়িয়েও শেষে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাড়তি শো দিতে লবি করা, এসবে দেখা যায়নি প্রসেনজিৎকে (Prasenjit Chatterjee)। আসলে তাঁর দুর্ভাগ্য, তিনি যখন ইন্ডাস্ট্রিকে হিটের পর হিট দিয়েছেন, তখন ফেসবুক, ইউ টিউব, রিল, এক্স, ইনস্টা-এসব সেভাবে আসেইনি। এসব ছাড়াই তিনি দীর্ঘদিন রাজ করেছেন। কেন রাজ করেছেন, তার কারণটা দর্শক খুঁজে পাবেন আজকের ভবানী পাঠকের মধ্যে। এই দেবী চৌধুরানী ছবি বাংলার দর্শক মনে রাখবেন।

spot_img

Related articles

জুবিনের মৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার ম্যানেজার ও আয়োজক

সিঙ্গাপুরে জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু স্বাভাবিক নয়। দাবি তুলেছিলেন গায়কের পরিবার এবং তাঁর ভক্ত-সমর্থকেরা। অনুরাগীরা সন্তুষ্ট ছিলেন...

গভীর হচ্ছে নিম্নচাপ: কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

নবমী পর্যন্ত মোটের উপর আবহাওয়া ভালো থাকলেও, দশমীর সকাল থেকেই হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতো বিক্ষিপ্ত বৃষ্টি...

প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ

প্রয়াত হলেন ধ্রুপদী সঙ্গীতের জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব পণ্ডিত ছান্নুলাল মিশ্র (Chhannulal Mishra)। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ...

পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

বিক্ষোভরত নাগরিকদের উপর পাক সরকারের গুলি অব্যাহত। আন্দোলনের তৃতীয় দিনে অন্তত আটজনের মৃত্যু হল পাক অধিকৃত কাশ্মীরে (POK)।...