Thursday, December 11, 2025

ভবানী পাঠকে দুরন্ত প্রসেনজিৎ, ঝাঁঝ বাড়ছে দেবী চৌধুরানীর

Date:

Share post:

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকে সফলভাবে পর্দায় তুলে আনলেন আজকের দিনের দুই চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ‘দেবী চৌধুরানী’ ছবি (Film) সফল হয়েছে মেকিং এবং অভিনয়ের যুগলবন্দিতে। নাম ভূমিকায় শ্রাবন্তী ব্যতিক্রমী ধরণের ভালো কাজ করেছেন। আর প্রসেনজিৎ? ভবানী পাঠক চরিত্রটি প্রসেনজিতের (Prasrnjit Chatterjee) অভিজ্ঞতা, ধার এবং ভারে অসাধারণ।

ছবি শেষের পর মনে হয় ভবানী পাঠককে আরও কিছুটা বেশি স্ক্রিন দিলে বোধহয় আরও ভালো হত। বাস্তবে প্রসেনজিৎ তাঁর ওজনটা বুঝিয়ে দিয়েছেন এই চরিত্রটি দিয়ে। পরিচালক এবং চিত্রনাট্যকার সমাজ, সাহিত্য ও সময়কে বেঁধেছেন ঠাসবুননে। বাঙালিয়ানার মোড়কেই আস্থা রেখেছেন পরিচালক, এটা সুলক্ষণ।

সাহিত্যভিত্তিক ছবি তৈরির ঘাটতিকে পুষিয়ে দেওয়ার মত ছবি দেবী চৌধুরানী। তৎকালীন বাংলার সমাজ, ইংরেজ আগ্রাসন, বিদ্রোহকে ঠিকভাবে আজকের দর্শকের দরবারে এনেছে এই টিম। প্রচারের বিপুল কৃত্রিম আয়োজনের মায়াজালের বাইরে প্রসেনজিৎ-শতাব্দী একেবারে সুনীল গাভাসকারের মত কপি বুক কভার ড্রাইভে বাউন্ডারি এনেছেন এখানে। দর্শক উপভোগ করছেন দারুণভাবে।

নির্ধারিত দিনের আগে ছবি রিলিজ, টিকিটের দাম বাড়িয়েও শেষে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাড়তি শো দিতে লবি করা, এসবে দেখা যায়নি প্রসেনজিৎকে (Prasenjit Chatterjee)। আসলে তাঁর দুর্ভাগ্য, তিনি যখন ইন্ডাস্ট্রিকে হিটের পর হিট দিয়েছেন, তখন ফেসবুক, ইউ টিউব, রিল, এক্স, ইনস্টা-এসব সেভাবে আসেইনি। এসব ছাড়াই তিনি দীর্ঘদিন রাজ করেছেন। কেন রাজ করেছেন, তার কারণটা দর্শক খুঁজে পাবেন আজকের ভবানী পাঠকের মধ্যে। এই দেবী চৌধুরানী ছবি বাংলার দর্শক মনে রাখবেন।

spot_img

Related articles

মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

মোহনবাগানে কোচিং ইনিংস শুরু করলেন সার্জিও লোবেরা(Serjio Lobera)।  বৃহস্পতিবার থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ। মঙ্গলবার গভীর...

সংসদে মাতঙ্গিনীর নাম বিকৃতি বিজেপির সাংসদের! বহিরাগতদের ধুইয়ে দিল তৃণমূল

বাংলা সম্পর্কে শুধুমাত্র অজ্ঞতা নয়। প্রবল বাংলা বিরোধিতা থেকেই বিজেপির নেতারা বাংলার মনীষীদেরও যে স্বীকৃতি দিতে চান না,...

রাজ্যের উন্নয়নকে গতি দিতে এক দিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 

রাজ্যের সর্বত্র উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে...

তথ্য প্রযুক্তি, গবেষণা থেকে গ্রাহক পরিষেবা: দেশের উন্নয়নের নেতৃত্বে GCC

একসময়ের একটি সাধারণ সাপোর্ট ডেস্ক। এখন গবেষণা, নকশা ও উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ভারতে তৈরি হয়েছে ১৭০০-টিরও...