আমেরিকার বাইরে তৈরি হওয়া সব সিনেমায় এবার ১০০ শতাংশ শুল্ক বসাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই বার্তা দিলেন। সরকারিভাবে কিছু না জানানো হলেও এই বার্তার পর প্রতিক্রিয়া শুরু গোটা বিশ্বের। ইতিমধ্যেই শুল্ক নীতির জন্য টালমাটাল আমেরিকার শেয়ার বাজার, এবার বিনোদনেও (entertainment) আঘাত বলে মনে করছে খোদ হলিউড (Hollywood)।

ট্রাম্পের দাবি, আমেরিকায় তৈরি চলচ্চিত্র বছরে বহু খরচ করলেও তা তেমন মুনাফার মুখ দেখতে পায় না। বাইরের দেশ সেই লাভের অঙ্ক চকোলেট ক্যান্ডির মতো খেয়ে যায়। তাই দীর্ঘদিন ধরে সমাধান না হওয়া সর্বদা চলতে থাকা এই সমস্যার সমাধানে তিনি বাইরে তৈরি প্রতিটি ও সব চলচ্চিত্রে ১০০ শতাংশ শুল্ক (100 percent tariff) আরোপ করতে চলেছেন।

এরপর স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের চলচ্চিত্র মহল থেকে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি আমেরিকার বাইরে তৈরি ওষুধে ১০০ শতাংশ শুল্ক (100 percent tariff) বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে বিদেশি ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি উল্টোপথে হেঁটেছে। এবার বিনোদনে (entertainment) ১০০ শতাংশ শুল্ক। তাতে অন্যান্য দেশের ৩০ থেকে ৪০ শতাংশ আয়ের পথ অন্যভাবে খুঁজতে পারেন, এমন ইঙ্গিত বিদেশের প্রযোজক বা পরিচালকদের।

আরও পড়ুন: গোটা দেশে লাফিয়ে বাড়ল সোনার দাম, দেশকে দীপাবলির উপহার!

অন্যদিকে এই শুল্ক ঘোষণায় আশঙ্কায় হলিউডও। তাঁদের অনেক সিনেমা আর্থিক কারণেই বিদেশে তৈরি হয়। মার্কিন সিনেমা থেকে ওটিটির অনেকাংশ সম্পূর্ণভাবে আমেরিকার বাইরের সেটিংয়ের উপর নির্ভর করে বর্তমান। ১০০ শতাংশ শুল্ক লাগু হলে সেই সব বিনোদনের বাজারে দাম বাড়বে। যার কোপ পড়বে দর্শকদের উপর, এমনটাই আশঙ্কা প্রযোজকদের।

–

–

–

–

–