ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র! মৃত ১০, চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

টানা ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharashtra Rain)। ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়া-সহ আরও অনেক কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। গুরুতর জখম আরও কয়েজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। মুম্বই এবং এই শহরের আশেপাশের জেলা যেমন থানে, রায়গড়, পালঘর এবং রত্নগিরিতে ব্যাপক জল জমেছে। ডুবে গিয়েছে রাস্তাঘাট। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। ট্রেন ও বাস পরিষেবা খুবই খারাপ। মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন স্থানীয়দের প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে বারণ করেছে।

আরও পড়ুন-বিদেশী সাম্রাজ্যে কাঁপন ধরিয়েছিলেন! শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের (Maharashtra Rain) বিভিন্ন জায়গা থেকে ১১ হাজার ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে। মৌসম ভবন লাল সতর্কবার্তা জারি করে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বই, থানে, পালঘর, রাইগাড, নাসিক ঘাট এবং পুনে ঘাট এলাকায় হতে পারে ভারী বৃষ্টি।

হু হু করে বেড়েছে গোদাবরী নদীর জল। জয়কওয়াড়ি বাঁধের জল বিপজ্জনক ভাবে বেড়ে যাওয়ায় পৈথানের শম্ভাজিনগরের প্রায় ৭,০০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। মৌসম জানিয়েছে, মহারাষ্ট্রে আরও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দিনে। যদি বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরও পড়ুন-ওয়াংচুকের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন স্ত্রী! বিতর্কসভায় মুখোমুখি বসার চ্যালেঞ্জ কেন্দ্রকে

২৯ সেপ্টেম্বর সোমবার মুম্বই এবং পালঘর-সহ বেশ কয়েকটি জেলার স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উপর ভিত্তি করে পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। থানে এবং পালঘরে নদীর জলস্তর বৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

_

_

_

_

_

 

spot_img

Related articles

উৎসবের মরশুমেই ফের বাড়ল গ্যাসের দাম! 

উৎসবের মরশুমেই বাণিজ্যিক গ্যাসের দামে ফের বাড়তি চাপ। ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা।...

শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে

জ্বর নিয়ে বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ৮৩ বছর বয়সি প্রবীণ...

দুর্গাপুজোয় ফের মোদির বাঙালি-প্রেম! চিত্তরঞ্জন পার্কে আরতিতে যোগ

বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রবল বাঙালি বিদ্বেষ। বাংলা বললেই মারধর করে রীতিমতো অন্য দেশে পাঠিয়ে দিয়েছে বিজেপির প্রশাসনগুলি। এরপরই...

প্রয়াত রাজনীতিক, ক্রীড়া প্রশাসক বিজয় মালহোত্রা: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে বিষাদের ছোঁয়া। প্রয়াত দিল্লি বিধানসভার অন্যতম বিজেপি বিধায়ক বিজয় মালহোত্রা। বিজেপির হয়ে প্রত্যক্ষ রাজনীতির পাশাপাশি দেশের...