সপ্তমীর পুজো জমজমাট সুরুচি সংঘে। তারকার মেলা। প্যান্ডেল হপিংয়ে না থাকলেও সুরুচির মণ্ডপে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। মণ্ডপ ঘুরে ঢাকও বাজালেন। সঙ্গী সাংসদ জুন মালিয়া, মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, ফেডারেশন অফ টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস।

দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘দেবী চৌধুরানী’। সর্বত্র হাউসফুল। সেই আনন্দ উপভোগের মাঝেই প্রিয়জনদের ডাকে সপ্তমীতে সুরুচির পুজো মণ্ডপে তিনি, জানালেন প্রসেনজিৎ। আর মণ্ডপে যখন পৌঁছেই গেলেন, তখন ঢাকে কাঠি দেওয়াও তো বাদ যায় না। এদিন সুরুচির (Suruchi Sangha) পুজো দেখতে আসা প্যান্ডেল হপারদের জন্য একেবারে যা উপরি পাওনা।

অন্যদিকে, দুর্গাপুজোর কলকাতাকে চেনাই যাচ্ছে না কলকাতা বলে, উৎসবের কলকাতায় এসে এমনটাই অভিব্যক্তি প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেবের (Kapildev)। শহরের উৎসবের মেজাজ তাঁকে এতটাই মোহিত করল যে এবার ঢাকের কাঠি হাতে তালিমও নিলেন কিংবদন্তী।

সপ্তমীর সন্ধ্যায় সুরুচি সংঘের পুজোর আরও এক পাওনা প্রাক্তন ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ। ‘আহূতি’ থিমে অনুশীলন সমিতির আদলে তৈরি হওয়া মণ্ডপ দেখে কার্যত অভিভূত প্রাক্তন বিশ্বকাপজয়ী। সেই সঙ্গে কলকাতায় পুজোর আমেজ নিয়ে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে তিনি জানালেন, অপূর্ব অনুভূতি দুর্গাপুজোর সময়ে এই শহরে এসে। মনেই হচ্ছে না এটা সেই কলকাতা। এত সুন্দর সব আয়োজন।

আরও পড়ুন: ঠাকুর দেখল বসিরহাটের ৫০ অনাথ শিশু, সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদ

এদিন সুরুচি সংঘের পুজোয় যোগ দিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাকের কাঠিতেও হাত দিলেন কপিলদেব। ওস্তাদ ঢাকবাদক অরূপের থেকে দেখেই খানিক তালও দিলেন। সেই সুরুচি সংঘের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্যের ভাবনার প্রশংসা করে তিনি জানান, সুরুচি সংঘের মণ্ডপ অপূর্ব। এখানেই সত্যিকারের নায়কদের এখানে স্থান দেওয়া হয়েছে।

–

–
