থিমের ছোঁয়া বাংলার প্রায় বেশিরভাগ দুর্গাপুজোতেই (Durga Puja)। বারোয়ারি হোক বা আবাসনের (Housing Complex) পুজো- থিমের ছোঁয়া সর্বত্র। বাদ যায়নি লেকটাউনের অবনী অক্সফোর্ড ফেজ ১-ও। সেখানে এবারের থিম ‘গ্রাম বাংলা’।

লেকটাউন সুইমিং পুলের কাছে এই আবাসনে ৪০০টি ফ্ল্যাট রয়েছে। গত ১৫ বছর ধরে এখানকার আবাসিকরা দুর্গাপুজো (Durga Puja) করছেন। তবে এবারই প্রথম তাঁরা থিমের পুজো শুরু করেছেন। এই বছর থিমে ‘গ্রাম বাংলা’। একেবারে গ্রাম বাংলার বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। তার সঙ্গে সাযুজ্য রেখে রয়েছে দুর্গা প্রতিমা।

শুধুমাত্র আবাসনের বাসিন্দাদের নিয়েই এই পুজো পরিচালনা করা হয়। এবারের পুজোর উদ্বোধন করছেন অভিজিৎ শেভালে, আইএএস। আট থেকে আশি- সবাই অংশগ্রহণ করেন নিজেদের আবাসনের পুজোয়। চলে দেদার আড্ডা, হই-হুল্লোড়।

–

–

–

–

–

–

–