আবাসনের দুর্গা: লেকটাউনের অভনি অক্সফোর্ডে এবার থিমের পুজো

Date:

Share post:

থিমের ছোঁয়া বাংলার প্রায় বেশিরভাগ দুর্গাপুজোতেই (Durga Puja)। বারোয়ারি হোক বা আবাসনের (Housing Complex) পুজো- থিমের ছোঁয়া সর্বত্র। বাদ যায়নি লেকটাউনের অবনী অক্সফোর্ড ফেজ ১-ও। সেখানে এবারের থিম ‘গ্রাম বাংলা’।

লেকটাউন সুইমিং পুলের কাছে এই আবাসনে ৪০০টি ফ্ল্যাট রয়েছে। গত ১৫ বছর ধরে এখানকার আবাসিকরা দুর্গাপুজো (Durga Puja) করছেন। তবে এবারই প্রথম তাঁরা থিমের পুজো শুরু করেছেন। এই বছর থিমে ‘গ্রাম বাংলা’। একেবারে গ্রাম বাংলার বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। তার সঙ্গে সাযুজ্য রেখে রয়েছে দুর্গা প্রতিমা।

শুধুমাত্র আবাসনের বাসিন্দাদের নিয়েই এই পুজো পরিচালনা করা হয়। এবারের পুজোর উদ্বোধন করছেন অভিজিৎ শেভালে, আইএএস। আট থেকে আশি- সবাই অংশগ্রহণ করেন নিজেদের আবাসনের পুজোয়। চলে দেদার আড্ডা, হই-হুল্লোড়।

spot_img

Related articles

নবমীতেও প্যান্ডেল হুপিং! মেয়েকে নিয়ে চালতাবাগান পুজো মণ্ডপে অভিষেক 

অষ্টমীর পর নবমীর দিনেও পুজোর মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিকেলের পর উত্তর...

মিলে গেল পূর্বাভাস! নবমীর দুপুরে ঝড়-বৃষ্টি কলকাতায়, দশমীতেও সতর্কতা 

অষ্টমীর রাত কাটল হালকা বৃষ্টির মধ্যে দিয়েই। কিন্তু নবমীর দুপুর নামতেই মুষলধারে বর্ষণে ভিজল কলকাতা। দুপুর আড়াইটে নাগাদ...

মহানবমীর সকালে মাতোয়ারা মহানগরী, ভক্তি – আরাধনায় উজ্জ্বল উৎসবের শেষ লগ্ন

কোথাও বন্দনার বনেদিয়ানা, কোথাও ভক্তিরসের সুধা। মহানবমীর সকালে ভিড় বাড়ছে শহর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari)। বনেদি...

বৃষ্টি মেখে শহর ভাসলো উৎসবের উন্মাদনায় 

অষ্টমীতে (Durga Puja Ashtami tithi) দুর্যোগের পূর্বাভাস আগেই ছিল, সেই মতো নিম্নচাপ ঘনীভূত হতে অশনি সংকেত দিল দুর্গাপুজোর...