এশিয়া কাপের (Asia Cup) ইতিহাসে প্রথমবার ফাইনাল জিতে টিম ইন্ডিয়ার হাতে উঠল না ট্রফি। অবশ্য এরকমটা যে হতে পারে তার একটা আঁচ আগেই পাওয়া গেছিল। কিন্তু ম্যাচ জেতার আনন্দে খালি হাতেও দেদার সেলিব্রেশনে মাতলেন সূর্য, শুভমন, কুলদীপ অভিষেকরা।কাল্পনিক ট্রফি ধরে বিজয়-উল্লাসে মাতলেন ভারতীয় অধিনায়ক! এই ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল না হয়ে কোথায় যায়।

রবিবারের ফাইনালে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় নীল জার্সির মালিকরা। যতবার ইন্ডিয়া বনাম পাকিস্তান খেলা হবে ততবারই যেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে। অভিষেক-শুভমন-সূর্যরা ব্যর্থ হলেও ভারতের মাথায় জয়ের ‘তিলক’ পরানো থেকে নিজেকে বিরত রাখতে পারেননি ক্রিকেট দেবতা।
আগেই জানা ছিল ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হলে নকভির থেকে পুরস্কার নেবেনা। বাস্তবে তেমনটাই হল। ম্যাচ শেষ হওয়ার পর দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। যদিও টিম ইন্ডিয়াকে মঞ্চ থেকে অন্তত ১৫ হাত দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে রাজনীতি ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের রং লাগলো ক্রিকেটের মাঠে। চলতি সিরিজে চিরশত্রুকে পরপর তিনবার হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া! ট্রফি ছাড়াই জয়ের উল্লাসে দৌড়ে সূর্য ও সতীর্থরা উন্মাদনা দেখালেন। গ্যালারি থেকে বারবার ‘চক দে ইন্ডিয়া’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ধ্বনিত হল। এশিয়া কাপে নজিরবিহীন দৃশ্য দেখে ক্রিকেট মহলে প্রশ্ন, ট্রফি না নিয়ে ভারতীয় টিম (Team India) কি নতুন করে দুই মুলুকের দ্বিপাক্ষিক সংঘাতের অধ্যায় রচনা করল? আগামী দিনে দুই দেশের মধ্যে আদৌ কি আর খেলা হবে, এ প্রশ্নও উঁকি দিয়ে যাচ্ছে।

–

–

–

–

–

–

–

–