Monday, December 8, 2025

ম্যাচ জিতলেও হাতে ট্রফি নেই, তবুও দেদার সেলিব্রেশন টিম ইন্ডিয়ার

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) ইতিহাসে প্রথমবার ফাইনাল জিতে টিম ইন্ডিয়ার হাতে উঠল না ট্রফি। অবশ্য এরকমটা যে হতে পারে তার একটা আঁচ আগেই পাওয়া গেছিল। কিন্তু ম্যাচ জেতার আনন্দে খালি হাতেও দেদার সেলিব্রেশনে মাতলেন সূর্য, শুভমন, কুলদীপ অভিষেকরা।কাল্পনিক ট্রফি ধরে বিজয়-উল্লাসে মাতলেন ভারতীয় অধিনায়ক! এই ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল না হয়ে কোথায় যায়।

রবিবারের ফাইনালে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় নীল জার্সির মালিকরা। যতবার ইন্ডিয়া বনাম পাকিস্তান খেলা হবে ততবারই যেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে। অভিষেক-শুভমন-সূর্যরা ব্যর্থ হলেও ভারতের মাথায় জয়ের ‘তিলক’ পরানো থেকে নিজেকে বিরত রাখতে পারেননি ক্রিকেট দেবতা।

আগেই জানা ছিল ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হলে নকভির থেকে পুরস্কার নেবেনা। বাস্তবে তেমনটাই হল। ম্যাচ শেষ হওয়ার পর দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। যদিও টিম ইন্ডিয়াকে মঞ্চ থেকে অন্তত ১৫ হাত দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে রাজনীতি ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের রং লাগলো ক্রিকেটের মাঠে। চলতি সিরিজে চিরশত্রুকে পরপর তিনবার হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া! ট্রফি ছাড়াই জয়ের উল্লাসে দৌড়ে সূর্য ও সতীর্থরা উন্মাদনা দেখালেন। গ্যালারি থেকে বারবার ‘চক দে ইন্ডিয়া’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ধ্বনিত হল। এশিয়া কাপে নজিরবিহীন দৃশ্য দেখে ক্রিকেট মহলে প্রশ্ন, ট্রফি না নিয়ে ভারতীয় টিম (Team India) কি নতুন করে দুই মুলুকের দ্বিপাক্ষিক সংঘাতের অধ্যায় রচনা করল? আগামী দিনে দুই দেশের মধ্যে আদৌ কি আর খেলা হবে, এ প্রশ্নও উঁকি দিয়ে যাচ্ছে।

spot_img

Related articles

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ...

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...