উৎসব মুখর বাংলা। মহাষ্টমী সকালেই শুরু হয়ে গেছে অঞ্জলি এবং মায়ের কাছে প্রার্থনা। মহাষ্টমীর পূণ্য লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় মহাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। সমাজ মাধ্যমে লিখেছেন, তিমির দুয়ার খোলো, এসো এসো নীরব চরণে। জননী আমার- দাঁড়াও এই নবীন অরুণ কিরণে। মহাষ্টমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

পুজোর কয়েকদিন আগে দুর্যোগের ঘনঘটা থাকলেও পঞ্চমীর দিন থেকেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, বৃষ্টি না হয় তাল বা ছন্দ কোনটাই কাটেনি পুজোর। ফলে পুজোর আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা বাংলা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা প্রাণের পুজো উদযাপনে সামিল হয়েছেন।

মঙ্গলবার মহাষ্টমী পুজোর প্রধান দিন। সকাল থেকেই মন্ডপে মন্ডপে চলছে অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। দুপুর গড়াতেই হবে সন্ধিপুজো অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে, সন্ধিপূজো হয় দুর্গাপুজোর সবথেকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এই সময়টাই।

সপ্তমীর সকাল থেকে রাত, কাতারে কাতারে মানুষ মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখেছেন। কার্যত পুজোর আনন্দ সপ্তমে পৌঁছে গিয়েছে সপ্তমীর দিনেই। মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। গরম থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ফলে পুজোয় ব্যাঘাত ঘাটানোর আপাতত কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন :পুজোর মধ্যেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! কেমন থাকবে অষ্টমীর আবহাওয়া?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুর্গা অঙ্গন অ্যালবামের কথা এবং গানের সুরে সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। ডায়মন্ড হারবারের সংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানালেন সকলকে।

–

–

–
–
–
–