পুজো মন্ডপে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য এবছর প্রথম থেকেই সজাগ কলকাতা পুলিশ। একের পর এক কলকাতার বড় বড় পুজোর প্যান্ডেল দর্শনার্থীদের জন্য বন্ধ বা আংশিক বন্ধ করতেও পিছপা হয়নি কলকাতা পুলিশ (Kolkata Police), শুধুমাত্র দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে। ফলে অনেক ক্ষেত্রেই হয়রান হয়েছেন দর্শনার্থীরা। দেশপ্রিয় পার্ক (Deshapriya Park) সেই হয়রানীর নিরিখে এই বছর রেকর্ড করল। অষ্টমীর রাতেও একবার বন্ধ, একবার খোলা – এই ঘোষণায় টালমাটাল দেশপ্রিয় পার্কের দর্শনার্থীরা।

প্রবল বর্ষায় জল জমে যাওয়ার কারণে চতুর্থীর মধ্যরাত পর্যন্ত বন্ধ ছিল দেশপ্রিয় পার্কের দুর্গা মন্ডপ। মধ্যরাতে খুলে দেওয়া হয় প্রথমবার দেশপ্রিয় পার্কের মন্ডপ। তবে মহাষ্টমীর রাতে ফের একবার গন্ডগোল। বিতর্ক যেন পিছু ছাড়ে না দেশপ্রিয় পার্কের।

আরও পড়ুন: পুজো দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! প্রাণ গেল হরিদেবপুরের গৃহবধূর

মহাষ্টমীর রাতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, নিয়ম মানা হয়নি দেশপ্রিয় পার্কের পুজোর আয়োজনে। যে পথে দর্শনার্থীদের ঢোকানো এবং বের করার কথা ছিল, তা মানা হয়নি। যার ফলে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে গিয়েছে। ফলে বন্ধ করে দেওয়া হয় মন্ডপের আলো। পরে আবার উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের দীর্ঘ বাদানুবাদের পর খুলে দেওয়া হয় মন্ডপ। আর এই দীর্ঘ সময় ধরে বাইরে লাইনে হয়রান হন দর্শনার্থীরা।

–

–

–

–

–

–