পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। মঙ্গলবার মহাষ্টমী। রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই নিজের কথা ও সুর দেওয়া দুর্গা অঙ্গন অ্যালবাম থেকে একটি গানও পোস্ট করেছেন। সেইসঙ্গে লিখেছেন, সকলকে জানাই মহাষ্টমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

“দেশের সেরা বাংলা,

বিশ্বসেরা বাংলা

মাতৃময়ী মা বাংলা

কর্মময়ের বাংলা “,

মনোময় ভট্টাচার্যের গাওয়া এই গানের মধ্য দিয়েই সকলকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর শুরু থেকেই মুখ্যমন্ত্রী তাঁর লেখা ও সুর করা গানগুলি শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে তুলে ধরছেন। ব্যতিক্রম হল না মহাষ্টমীর দিনেও। গানের কথায় তুলে ধরা হয়েছে, দেশের সেরা এবং বিশ্বসেরা বাংলার কথা।

আরও পড়ুন :পুজোর মধ্যেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! কেমন থাকবে অষ্টমীর আবহাওয়া?

মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে বঙ্গবাসীর। পঞ্চমীর দিন থেকেই মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছে মানুষের। সপ্তমীর দিনে তা সপ্তমে পৌছে গিয়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং জেলায় জেলায় পুজোর আনন্দে মাতোয়ারা বাঙালি।

–
–
–
–
–
–