পুজোর মধ্যেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! কেমন থাকবে অষ্টমীর আবহাওয়া?

Date:

Share post:

মঙ্গলবার মহাষ্টমী। পুজোর প্রথম দুইদিন আবহাওয়া সঙ্গ দিয়েছে পুজো প্রিয় বাঙালিকে। তীব্র গরম থাকলেও  বৃষ্টি না হওয়ায় ঠাকুর দেখায় কোনও ব্যাঘাত ঘটেনি।  স্বস্তি  না থাক সুখের খবর আছে মঙ্গলবার মহাষ্টমীর দিনেও। কেমন থাকবে আজকের আবহাওয়া তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, মঙ্গলবারও অস্বস্তিকর গরম বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের  তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য মিলিমিটার। সকাল ৮:৩০-এ আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ এবং বিকেল ৫:৩০-এ তা কমে দাঁড়ায় ৭৭ শতাংশে।

তবে মঙ্গলবার লকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ থেকে  অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে ১ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত, আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন।

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস। । অষ্টমীতে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্বাভাস মতো নবমী থেকে দুর্যোগ বাড়বে। নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণেই ফের বৃষ্টি পরিস্থিতি পুজোর আবহে।

মহাষ্টমীর দিনে উত্তরবঙ্গে  বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উপরের সব জেলায়। দশমী ও একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।  তবে দশমীর দিনে বিষাদের সঙ্গী হতে পারে বৃষ্টিও। দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন :সপ্তমীতেই বৃষ্টি শুরু: উপেক্ষা করেই রাজপথে জনজোয়ার

পুজোর প্রধান দিনে বৃষ্টি ভিলেন হবে না। অঞ্জলি থেকে সন্ধিপুজোর পরই ঠাকুর দেখায় সমস্যা হবে না।

spot_img

Related articles

পাক অধিকৃত কাশ্মীরে চরম উত্তেজনা, পাকসেনার গুলিতে মৃত্যু মিছিল

পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নির্বিচারে গুলিবর্ষণ পাক সেনাবাহিনীর। পাকিস্তানি (Pakistan) সেনার সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ১৪...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...

এক মুঠো ফুল দাও: দশমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, জানালেন দশেরার অভিনন্দনও

আবার এসো মা। আজ দশমী (Bijaya Dashami)। চারপাশে মন কেমনের পূর্বাভাস। কিন্তু তার মধ্যেও আশা যে আবার সামনের...

গভীর হচ্ছে নিম্নচাপ: কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

নবমী পর্যন্ত মোটের উপর আবহাওয়া ভালো থাকলেও, দশমীর সকাল থেকেই হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতো বিক্ষিপ্ত বৃষ্টি...