আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না হুলি-গান-ইজম-এর। অর্থনীতির বৈষম্যকে সান ফ্রান্সিসকোর (San Fransisco) মঞ্চ থেকে খোঁচা দিতে ভুল করলেন না অনির্বানের (Anirban Bhattacharya) বাহিনী।

দুর্গাপুজোয় এবার প্রবাসী হুলি-গান-ইজম। ছয় শহরে ছয়দিনের পরিবেশন তাঁদের শেষের পথে। তৃতীয় পরিবেশন ছিল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে। বাংলায় অনুষ্ঠানে যে হিট গানগুলি তাঁরা পরিবেশন করে থাকেন, তেমন গান তো ছিলই। সেই সঙ্গে হুলি-গান-ইজমের বিশেষ গান থাকবে না, তা হয় না।

আমেরিকায় দাঁড়িয়েই মার্কিন বিলিয়নায়ার বিল গেটস-কে খোঁচা হুলি-গান-ইজমের (Hooligaanism)। প্রভূত অর্থের অধিপতি বিল গেটস-এর (Bill Gates) জামা চুরি করে নেওয়ার হুঁশিয়ারি দেন দেবরাজ। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, সমাজে বহু মানুষ ‘ছেঁড়া জাঙিয়ায়’। কিছুটা দারিদ্রের প্রতীক হিসাবে এই অন্তর্বাসকে তুলে ধরা হয়েছে। ঠিক তার উল্টো দিকেই দেখানো হয়েছে বিল গেটস-এর সাজগোজকে।

আরও পড়ুন: আবার ‘শাটডাউন’-এর পথে আমেরিকা, অচল হতে চলেছে সরকারি কাজকর্ম

ঠিক যেভাবে বাংলায় গান পরিবেশনের সময়ে সমসাময়িক সমাজ ও রাজনীতিকদের খোঁচা দিয়েছিল হুলি-গান-ইজম, তেমনই ছিল এলন মাস্কের এক্স নিয়ে খোঁচা। বর্তমান সোশ্যাল মিডিয়া নির্ভর সমাজ, এক্স সম্পর্কিত কোনও অভিযোগ জানাতে বা এলম মাস্ক নিয়ে অভিযোগ করতে সেই এক্স হ্যান্ডেলকেই ব্যবহার করেন। সেই একই গান সান ফ্রান্সিসকো-তেও শোনায় হুলিগান বাহিনী।

–

–

–

–

–