আজ মহানবমী (Maha Navami) । আর নবমী মানেই পুজো শেষের শুরু। তাই শেষ মুহূর্তটুকু উপভোগ করতে সকাল থেকেই ঠাকুর দেখার ঢল চারদিকেই। বলা বাহুল্য, শারোদৎসবের এই দিনে সবচেয়ে বেশী ভিড় হয় প্যান্ডেলগুলিতে। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার ‘মহাআরতি’ হয়। এই দিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এছাড়া ১০৮টি পদ্মে পূজা হয় দেবী দুর্গার। অবশেষে থাকে অঞ্জলি ও প্রসাদ বিতরণ। এই শুভক্ষণ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

গানের সঙ্গেই তিনি লেখেন, “যদি থাকত একটা ছোট্ট বাগান, তবে কলি হয়ে রোজ ফুটতাম”সকলকে জানাই মহানবমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তী ‘র গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

–

–

–

–

–

–

–

–
–