অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে যেতে চলেছে আমেরিকার সরকার। মঙ্গলবার মার্কিন সেনেটে প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন না-হওয়ায় বুধবার থেকেই কার্যত থমকে যাবে সরকারি কাজ। হোয়াইট হাউস ইতিমধ্যেই আসন্ন ‘শাটডাউন’-এর ঘোষণা করেছে।

জানা গিয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তহবিল নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। রিপাবলিকানদের প্রস্তাবিত সাময়িক তহবিল সেনেটে পাস করাতে প্রয়োজনীয় ৬০ ভোট মেলেনি। ডেমোক্র্যাটরা তাতে সম্মতি দেননি। ফলে মঙ্গলবার অর্থবর্ষ শেষ হতেই সরকারি বরাদ্দ তহবিলও ফুরিয়েছে।

ফলে বুধবার থেকে শুধুমাত্র আপৎকালীন পরিষেবাগুলি চালু থাকবে। সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সচল থাকলেও বহু দফতরের কাজ বন্ধ থাকবে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের দোষারোপ করে জানিয়েছেন, “শাটডাউনের ভাল দিকও আছে। আমরা অনেক অপ্রয়োজনীয় বিষয় বাদ দিতে পারব। অনেককে ছাঁটাই করা হবে, আর তাঁরা প্রত্যেকেই হবেন ডেমোক্র্যাট।”

২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের প্রথম দফায় টানা ৩৫ দিনের জন্য অচল হয়ে পড়েছিল মার্কিন সরকার। সেটাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শাটডাউন। নতুন করে শুরু হওয়া এই অচলাবস্থা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে এখনই জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন – মহানবমীর সকালে মাতোয়ারা মহানগরী, ভক্তি – আরাধনায় উজ্জ্বল উৎসবের শেষ লগ্ন

_

_

_

_

_
_