ইহুদি সালপঞ্জী অনুযায়ী ইয়োম কিপ্পুর পরবে পবিত্র ধর্মীয় উপাসনায় জমায়েত হন ইহুদি ধর্মের মানুষ (Jewish community)। সেই রকমই জমায়েত হওয়া ইহুদিদের উপর হামলার ঘটনা ইংল্যান্ডের ম্যানচেস্টার (Manchester) শহরে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। তার মধ্যে একজন হামলাকারী বলে অনুমান পুলিশের।

বৃহস্পতিবার সকালে ম্যানচেস্টার শহরের হিটন পার্ক সিনাগগে (synagogue) ইহুদি সম্প্রদায়ের মানুষেরা (Jewish community) জমায়েত হন। সেই সময় হঠাৎ একটি গাড়ি জমায়েতের মধ্যে চলে আসে, বলে অভিযোগ প্রার্থনা করতে আসা ইহুদিদের। গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়, বলে দাবি স্থানীয়দের।

দ্রুত পুলিশের কাছে খবর যায় হিটন পার্ক এলাকায় গাড়ির হামলা হয়েছে এবং এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পরে পৌঁছে এলাকা ঘিরে ধরে আততায়ীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ

ম্যানচেস্টার পুলিশের দাবি তারা আততায়ীর পরিচয় জানেন। ঘটনার পরে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হিংসার কোনও স্থান নেই – ইহুদিদের এই প্রচারের পরে তাদের সব থেকে পবিত্র অনুষ্ঠানে হামলার ঘটনায় প্রশ্নের মুখে ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা।

–

–

–

–

–