অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘ট্রাইওন্ডা’, জানুন বিশ্বকাপের বলের খুঁটিনাটি

Date:

Share post:

২০২৬ ফুটবল বিশ্বকাপের যে এক বছরও বাকি নেই। ৮ মাস আগেই যেন বেজে গেছে বিশ্বকাপের দামামা। এবার প্রকাশ্যে এল বিশ্বকাপের বল।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ খেলা হবে ট্রাইওন্ডা বলে। বলটি বানিয়েছে অ্যাডিডাস। বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা।
এই নিয়ে টানা ১৫ বার ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে—‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ মানে তিন আর ওন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল—এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছ।

এখানেই শেষ নয়,
বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের জন্য তারকা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ইগল।
এবারের বলে সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি । বলের ভেতরে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করবে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড চিহ্নিত করা সম্ভব হবে। হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।

বল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত ফুটবলাররা, যাদের মধ্যে ছিলেন জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আপনাদের সামনে ট্রাইওন্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত। বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে, যার নকশায় কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে।

_

_

_

_

spot_img

Related articles

‘গালি’ থেকে পিচ: গোটা দেশের ক্রিকেট খেলা বাঁচিয়ে রেখেছে এই গ্রাম

গালি ক্রিকেট হোক অথবা ২২ গজে বোলারকে শাসন - ব্যাটই (bat) হচ্ছে ক্রিকেট খেলার ক্রিকেটের সবথেকে বড় 'অস্ত্র'।...

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়া নিয়ম জারি NMC-র

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে এবার আরও কড়া নিয়ম জারি করল জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission)। পুরনো...

ফের না জানিয়ে জল ছাড়ায় DVC-কে তীব্র আক্রমণ মমতার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার ডাক

রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি তার মধ্যে বাঙালির দুর্গোৎসব সবে শেষ হল। এখনো বেশিরভাগ জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়নি। এই পরিস্থিতিতে...

মোহনবাগানের এসিএল জটিলতা অব্যাহত, সমালোচকদের জবাব দিলেন কুণাল ঘোষ

এসিএল দুইয়ের (ACL2) মতো এশিয়ার সেরা টুর্নামেন্টে সুযোগ পেয়েও খেলতে পারল না মোহনবাগান (Mohun Bagan)। গত মরশুমের মতোই...