দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের জল ছেড়েছে DVC। অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত। এর জেরে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। অভিষেকের কটাক্ষ, বাংলাকে ডোবানোই বিজেপির (BJP) লক্ষ্য। তবে যেভাবে চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির এই প্রতিহিংসামূলক আচরণের জবাব দিয়েছিল, একইভাবে আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপিকে বিসর্জন দিয়ে এই বঞ্চনার জবাব দেবে বাংলা (Bengal)।

অভিষেক (Abhishek Bandyopadhyay) বলেন, “প্রতি বছরই ডিভিসির কারণেই এই ম্যান-মেড দুর্যোগ (বন্যা) ঘটে। যেহেতু সামনে নির্বাচন, তাই ওরা বারবার এই ঘটনা ঘটাচ্ছে। এমনকী দুর্গাপুজোর সময়ও রেহাই দেয়নি। ওরা মানুষের জীবনকে মারাত্মক বিপদের মুখে ফেলছে। এটাই বিজেপির স্বভাব।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, “রাজ্য সরকারকে কিছু না জানিয়েই ওরা এই ম্যান-মেড বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন ওরা বলবে, রাজ্যের সরকারি আধিকারিকরা ওয়াকিবহাল। কিন্তু কোনও রকম বার্তালাপ, সমন্বয় বা আলোচনা আমাদের সঙ্গে করা হয়নি।”

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “ওদের লক্ষ্য একটাই— বাংলাকে বঞ্চিত করা, বাংলাকে ডুবিয়ে দেওয়া। কারণ, বাংলা ওদের ভোটবাক্সে সঙ্গ দেয়নি। বিসর্জন অবশ্যই হবে, তবে সেটা বাংলা বা বাংলার মানুষের নয়। বিসর্জন হবে এই জমিদার আর বিজেপির। ২০২৪ সালে ঠিক যেমনটা ঘটেছিল, ২০২৬ সালে বাকি হিসেবও চুকিয়ে দেওয়া হবে।”

–

–

–

–

–

–