Monday, December 8, 2025

বাংলাকে ডোবানোর ষড়যন্ত্র বিজেপির, ছাব্বিশে ‘জমিদারদের’ বিসর্জন: হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের জল ছেড়েছে DVC। অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত। এর জেরে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। অভিষেকের কটাক্ষ, বাংলাকে ডোবানোই বিজেপির (BJP) লক্ষ্য। তবে যেভাবে চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির এই প্রতিহিংসামূলক আচরণের জবাব দিয়েছিল, একইভাবে আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপিকে বিসর্জন দিয়ে এই বঞ্চনার জবাব দেবে বাংলা (Bengal)।

অভিষেক (Abhishek Bandyopadhyay) বলেন, “প্রতি বছরই ডিভিসির কারণেই এই ম্যান-মেড দুর্যোগ (বন্যা) ঘটে। যেহেতু সামনে নির্বাচন, তাই ওরা বারবার এই ঘটনা ঘটাচ্ছে। এমনকী দুর্গাপুজোর সময়ও রেহাই দেয়নি। ওরা মানুষের জীবনকে মারাত্মক বিপদের মুখে ফেলছে। এটাই বিজেপির স্বভাব।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, “রাজ্য সরকারকে কিছু না জানিয়েই ওরা এই ম্যান-মেড বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন ওরা বলবে, রাজ্যের সরকারি আধিকারিকরা ওয়াকিবহাল। কিন্তু কোনও রকম বার্তালাপ, সমন্বয় বা আলোচনা আমাদের সঙ্গে করা হয়নি।”

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “ওদের লক্ষ্য একটাই— বাংলাকে বঞ্চিত করা, বাংলাকে ডুবিয়ে দেওয়া। কারণ, বাংলা ওদের ভোটবাক্সে সঙ্গ দেয়নি। বিসর্জন অবশ্যই হবে, তবে সেটা বাংলা বা বাংলার মানুষের নয়। বিসর্জন হবে এই জমিদার আর বিজেপির। ২০২৪ সালে ঠিক যেমনটা ঘটেছিল, ২০২৬ সালে বাকি হিসেবও চুকিয়ে দেওয়া হবে।”

spot_img

Related articles

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...