Monday, November 17, 2025

রাজ্য জুড়ে প্রস্তুতি শনিবারের কার্নিভালের, কলকাতায় রবিবারে যান নিয়ন্ত্রণ

Date:

উৎসবের শেষেও উৎসবের রেশ। রবিবার রেড রোডে রয়েছে এবারের পুজো কার্নিভাল। শনিবার বিভিন্ন জেলা প্রশাসনের উদ্যোগে জেলায়-জেলায় কার্নিভালের (carnival) পর রবিবাসরীয় দুপুরে শহর কলকাতায় মেগা পুজো কার্নিভাল। যেখানে অংশগ্রহণ করবে শহর ও শহরতলির সেরা পুজোগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে যে দুর্গোৎসব বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে, তার শেষেও কলকাতাসহ রাজ্যের সব বড় শহরে সেরা পুজো দেখার অন্যতম সুযোগ এই কার্নিভাল। দেশ-বিদেশের অতিথিরা এবারও ভিড় জমাবেন রেড রোডের কার্নিভালে।

কলকাতায় ইতিমধ্যেই জোরকদমে চলছে কার্নিভালের প্রস্তুতি। অতিথি-অভ্যাগত থেকে শুরু করে বিশিষ্টজন ও সাধারণ মানুষের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। একইসঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, রবিবার কার্নিভাল উপলক্ষ্যে কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। আর কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

রবিবার দুপুর ২টো থেকে শুরু হবে দুর্গাপুজো কার্নিভাল। তাই দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত রাস্তায় সমস্ত পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ। ৯ সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী ৩টের পর থেকে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে।

আবার দুপুর ২টো থেকে কার্নিভালের শেষ পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওইসময় ওই রাস্তায় শুধুমাত্র কার্নিভালের অংশগ্রহণকারী গাড়িগুলিকে অনুমতি দেওয়া হবে। অন্যান্য গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে, দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড এবং রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। পথচারীরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে রেড রোডে পৌঁছাতে পারবেন। আবার, কার্নিভালের জন্য চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড এবং হেয়ার স্ট্রিটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

কলকাতার পাশাপাশি কার্নিভালের প্রস্তুতি সব বড় শহরে। তবে কলকাতায় রবিবার কার্নিভাল হলেও অন্যান্য শহরের কার্নিভাল শনিবারই। শিলিগুড়ি (Siliguri) শহরে এবার হিলকার্ট রোডে বসছে দুর্গাপুজো কার্নিভাল। শনিবার বিকেল থেকে রঙিন শোভাযাত্রায় জমে উঠবে শিলিগুড়ির রাস্তাঘাট। শুক্রবার সকালেই কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখতে হিলকার্ট রোডে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। মেয়র জানান, নিরাপদ ও নির্ভুল এক উৎসবমুখর পরিবেশ উপহার দিতেই প্রশাসনের এই উদ্যোগ। এ-বছর মোট ১২টি নামী পুজো কমিটি অংশ নেবে এই কার্নিভালে। বিভিন্ন ক্লাবের থিম, কারুকার্য আর শিল্পকলার সমাহারে উৎসব পাবে নতুন মাত্রা। স্থানীয় শিল্পীরাও অংশ নেবেন সাংস্কৃতিক পরিবেশনায়। মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকে জানান, শিলিগুড়ি কার্নিভাল এখন শহরের ঐতিহ্য। পুজোর আবেগকে আরও দীর্ঘায়িত করতেই এই উদ্যোগ। শহরবাসীর কাছে তাই বিসর্জনের পরেও উৎসব শেষ হচ্ছে না। ঢাকের তালে, আবিরের রঙে আর প্রতিমার শিল্পকলায় আবারও মেতে উঠবে শিলিগুড়ি।

আরও পড়ুন: পুজো শেষের আগে ভাসাচ্ছে বাংলাকে: জল ছাড়ার তথ্য পেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনা জেলায় দুর্গাপুজোর কার্নিভালও হবে শনিবার বিকালে। বারাসত, বসিরহাট, বারাকপুর ও বনগাঁ মহকুমায় জুড়ে মোট চারটি কার্নিভাল হবে। তাই মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল বলেন, শনিবার বিকাল চারটে থেকে জেলার চারটি মহকুমায় চারটি দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। বসিরহাটে অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটে থেকে। বারাসতের কার্নিভালে ১৩টি পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে আসবে। বনগাঁর ত্রিকোণ পার্কে ১১টি, বসিরহাটের রেজিস্ট্রি অফিস মোড়ে ১৪টি এবং বারাকপুরে চিড়িয়া মোড়ে ১৩টি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। কার্নিভাল চলাকালীন কয়েক ঘণ্টার জন্য কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে। তবে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version