পাক অধিকৃত কাশ্মীরে নাগরিকরা সাধারণ পরিষেবার দাবিতে আন্দোলন করেছিলেন। আর সেটা দমন করতে পাকিস্তান প্রশাসন নাগরিকদের উপর গুলি চালাতেও দ্বিধা করেনি। প্রতিবেশী দেশ হিসাবে সেই ঘটনার ২৪ ঘণ্টা পরে প্রতিক্রিয়া দিল ভারত। নিন্দা করা হল পাকিস্তানের (Pakistan) নিপীড়নের নীতির।

ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে জনতার সঙ্গে পুলিশ ও পাক সেনার সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৪ নাগরিক ও পুলিশ কর্মীর। সেই ঘটনার আঁচ ভারতের উপর কতটা পড়তে পারে, তা নিয়ে প্রশ্ন করা হয় ভারতের বিদেশ মন্ত্রককে। তার উত্তরে বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে চরম উত্তেজনা, পাকসেনার গুলিতে মৃত্যু মিছিল

তিনি জানান, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের (POK) বিভিন্ন এলাকায় প্রতিবাদের খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে নিরীহ নাগরিকদের উপর পাকিস্তানের নৃশংসতারও খবর পেয়েছি। আমাদের বিশ্বাস এটা পাকিস্তানের তৈরি করা দমন নীতির কারণে স্বাভাবিক প্রতিক্রিয়া এবং ওই এলাকা থেকে প্রাকৃতিক সম্পদ লুঠ করে নেওয়ার প্রতিবাদ। সেই সব এলাকায় লুণ্ঠন চালানো হচ্ছে যেখানে তারা জবরদখল ও বেআইনি দখলদারি চালাচ্ছে। এই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা উচিত।

–

–

–

–

–

–