Monday, January 12, 2026

নিবিড় জনসংযোগে জোর, ব্লকে ব্লকে রবিবার বিজয়া সম্মিলনী তৃণমূলের

Date:

Share post:

বরাবরই নিবিড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই রীতিকেই সামনে রেখেই বিজয় সম্মিলনীর আয়োজন করছে রাজ্যের শাসকদল। জেলা, ব্লক, অঞ্চল পর্যন্ত এই বিজয়া সম্মিলনী হবে।

সড়ম্বরে নির্বিঘ্নেই কেটেছে দুর্গাপুজো। এবার রেড রোডে পুজোর কার্নিভাল। আর সেই দিন থেকেই শুরু হবে বিজয় সম্মিলনী। কমপক্ষে ৫০ জন নেতানেত্রী বক্তাদের তালিকায় থাকবেন। ৫ অক্টোবর থেকেই তৃণমূলের এই কর্মসূচি শুরু হবে। তৃণমূল (TMC) সূত্রের খবর, এই কর্মসূচির কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন। ৫০জনের বেশি নেতা, মন্ত্রী সাংসদ, বিধায়ক এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁরা যাবেন। ব্লকে ব্লকে পৌঁছে সৌজন্য বিনিময় করবেন। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সর্বস্তরের কর্মীকে আরও ঐক্যবদ্ধ করতে চাইছে তৃণমূল। যে কারণেই জেলা, ব্লক, অঞ্চল পর্যন্ত বিজয়া সম্মিলনীর আয়োজন। তৃণমূল সূত্রে খবর, জেলা থেকে টাউন, অঞ্চল স্তরেও হবে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন চলবে। বর্ষীয়ান তৃণমূল কর্মী এবং প্রথম দিন থেকে দলের সঙ্গে থাকা নেতা ও কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হবে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদেরও তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।

জনসংযোগকে সবসময়ই গুরুত্ব দেয় তৃণমূল। পুজোর আগে হওয়া জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই যেসব জায়গায় সংগঠন তুলনামূলকভাবে দুর্বল, সেসব জায়গায় জনসংযোগে জোর দিতে বলেছিলেন। দুর্গাপুজো মিটতেই সেই কাজ শুরু করে দিল রাজ্যের শাসকদল।

spot_img

Related articles

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬৪তম জন্মদিবস উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই...

বিজেপির দমননীতি তামিলনাড়ুতেও: সোমবার সিবিআই দফতরে থালাপতি বিজয়

বিরাট জমায়েত করে বিপুল জনসমর্থন নিয়ে জনসভার আয়োজন করেছিলেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা থালাপতি বিজয় (Thalapathy...