Monday, December 8, 2025

নাজেহাল খড়্গপুর ডিভিশনের যাত্রীরা, শতাধিক লোকাল ছাড়াও বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন

Date:

Share post:

ট্রেনের যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন কোলাঘাট স্টেশনের ইয়ার্ড আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং (NI)- এর কাজ শুরু হয়েছে ২ অক্টোবর থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এর জেরেই খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ফলে দুর্গাপুজোর পরেই চরম সমস্যায় নাজেহাল খড়গপুর ডিভিশনের হাজার হাজার নিত্যযাত্রী-সহ সাধারণ মানুষ।

খড়্গপুর ডিভিশনের তরফে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি-র মাধ্যমে জানানো হয়েছে, ৪ অক্টোবর- ১২টি, ৫ অক্টোবর- ২টি৬ অক্টোবর- ১২টি, ৭ অক্টোবর- ১৪টি ,৮ অক্টোবর- ১৪টি,৯ অক্টোবর- ১৪টি,১০ অক্টোবর- ১৩টি, ১১ অক্টোবর- ১৪টি,১২ অক্টোবর- ৬টি, স১৩ অক্টোবর- ৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও, যথাক্রমে ২ ও ৩ অক্টোবরও ৬টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। এই লোকাল ট্রেনগুলি খড়গপুর ডিভিশনের হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-পাঁশকুড়া প্রভৃতি লাইনে চলে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, আগামী ১০ অক্টোবর খড়গপুর ডিভিশনের মোট ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এগুলি হল- ১৮৬১৫ ও ১৮৬১৬- হাতিয়া-হাওড়া-হাতিয়া এক্সপ্রেস; ১৮০১১ ও ১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এবং ১৮০১৩ ও ১৮০১৫ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। আগামী ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে মোট ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা অবধি পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন :দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় সংস্থার

কোলাঘাট স্টেশনের কাজের জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছন খড়গপুর ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক।

 

spot_img

Related articles

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...