বিষ খাইয়ে জুবিনকে খুন করেছেন ম্যানেজার! দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টও পেলেন গরিমা

Date:

Share post:

সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি ব্যান্ড সদস্যের। অভিযোগের তির গায়কের ম্যানেজারের দিকে। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত তথ্য উগরে দেন সিট আধিকারিকদের জেরার মুখে। পাশাপাশি জুবিনের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়া হল তাঁর স্ত্রী গরিমার হাতে।

সিট তদন্তকারীদের জেরার সময় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী জানিয়েছেন, “সিঙ্গাপুরে প্যান পেসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিল ওঁর ম্যানেজার সিদ্ধার্থ। তাঁর মৃত্যুর আগে সিদ্ধার্থ ভীষণ রহস্যজনক আচরণ করছিল। মৃত্যুর দিন সিদ্ধার্থ জোর করেই বোটের গতিবিধি নিজের নিয়ন্ত্রনে রেখেছিল। এমনকী বোটচালককেও সেখান থেকে সরিয়ে দিয়ে বাকি সমস্ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। আর কেউ যাতে এই বিষয়ে কথা না বলেন, সেই নির্দেশও দিয়েছিল অন্য আরেকজনকে। জলের মধ্যে জুবিনদার যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন ওঁর ম্যানেজার চিৎকার করে বলেছিল- ওকে ছেড়ে দাও।”

তদন্তকারীদের কাছে শেখরজ্যোতি বলেন, “জুবিনদা নিজে ভালো সাঁতারু ছিল। ও আমাকে আর সিদ্ধার্থকে সাঁতার কাটা শিখিয়েছে। ওঁর পক্ষে জলে ডুবে মরে যাওয়া অসম্ভব। অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্তের সঙ্গে পরামর্শ করে সিদ্ধার্থই জুবিনদাকে বিষ খাইয়েছে। এবং ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল। এমনকী সিদ্ধার্থ কাউকে ওই বোটের ভিডিও শেয়ার করতেও বারণ করেছিল।”

সিঙ্গাপুরে হওয়া জুবিনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট দু’ দিন আগেই ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছিল সিঙ্গাপুর পুলিশ। ২ অক্টোবর সেই রিপোর্ট পেয়েছিলেন গরিমা। জুবিনের মৃত্যুর তদন্তে গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম-এর তরফে মরমী দাস, শনিবার, জুবিনের বাড়ি গিয়ে গরিমার শইকিয়া গর্গের হাতে রিপোর্টটি তুলে দেন। তবে সেই রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করা হবে কি না, সেই সিদ্ধান্ত গরিমার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর তাঁর মরদেহের দুবার ময়নাতদন্ত হয়েছে।

spot_img

Related articles

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...