Monday, November 17, 2025

রেড রোডে বর্ণাঢ্য পুজোর কার্নিভাল, মঞ্চে চেনা ছন্দে মুখ্যমন্ত্রী

Date:

প্রতিবারের মতো এবারও নাচে-গানে জমজমাট রেড রোডে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল। এবারে কার্নিভালে অংশ নিয়েছে ১০০-র বেশি পুজো কমিটি। ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স গ্রুপের অনুষ্ঠান দিয়ে রবিবারের কার্নিভালের সূচনা হয়। তারপর একে একে বিভিন্ন পুজো কমিটির সুসজ্জিত ট্যাবলো আসতে থাকে। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, টলিউডের একঝাঁক তারকা ও বিশিষ্টজনেরা।

২০১১-তে ক্ষমতায় আসার পর ২০১৬-তে প্রথম কার্নিভালের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে এ বার তা ন বছরের পা দিয়েছে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল। মাঝখানে এক বছর অতিমারি জন্য অনুষ্ঠান হয়নি।

এই দিনের অনুষ্ঠান শুরু হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরী’র শিক্ষার্থীদের নৃত্যানুষ্ঠান দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে নৃত্য পরিবেশন করেন ডোনা ও তাঁর সহশিল্পীরা।

বর্ণাঢ্য শোভাযাত্রা মতি দিয়ে একে একে ট্যাবলো চলেছে রেড রোড দিয়ে। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত জুন মালিয়া, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য, সৌমীতৃষা কুণ্ডু, ভরত কল, রাজা গোস্বামী, রিমঝিম মিত্র, পায়েল দেব, দিব্যজ্যোতি দত্ত-সহ অনেকে। সন্ধে গড়াতেই উপস্থিত হন ঐন্দ্রিলা সেন, সোহম চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রিয়া সেন, রাইমা সেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়।লাল বেনারসীতে একেবারে দেবী চৌধুরানীর সাজে উপস্থিত হন শ্রাবন্তী। কিছু ক্ষণ পরে দেখা যায় ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও।

তাঁর দলের সঙ্গে কার্নিভালে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড পুলিশ লাইন্সের পুজোর ট‍্যাবলোর সঙ্গে নাচেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছিলেন বলিউডের অভিনেত্রী মীনাক্ষি শেষাদ্রী। দক্ষিণ কলকাতা সর্বজনীনের পুজোর কার্লিভালে নাচলেন অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য।

কার্নিভালে যখন একের পর এক পুজো কমিটির অনুষ্ঠান পরিবেশন হচ্ছে, তখন মঞ্চে দেখা যায় টলিউডের অভিনেত্রীদের সঙ্গে পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী।

ভবানীপুর ৭৫ পল্লি, প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক, রামমোহন সম্মিলনী একের পর ট্যাবলো আসছে।

আরও পড়ুন – বাড়ছে মৃতের সংখ্যা, রবিবার পাঁচ জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version