উপেক্ষিত করমর্দন থেকে পোকার উপদ্রপ, রান আউট বিতর্ক থেকে আজাদ কাশ্মীর বলা ধারাভাষ্যকার। রবিবার মহিলা বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে বিতর্কের ঘটঘটা। যদিও বিতর্ক শেষে চিরপ্রতিদ্বন্দ্বিকে হারাল ভারত। ৮৮ রানে জয় পেল হরমনপ্রীত ব্রিগেড।

ম্যাচের শুরুতে টসের সময় করমর্দন করলেন না হরমনপ্রীত ও ফতিমা। যা বজায় থাকল ম্যাচ শেষেও।
কলম্বোয় পোকার উপদ্রবে ১০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। ভারতের রান তখন ৩৪ ওভারে ৪ উইকেটে ১৫৪। ক্রিজে ছিলেন জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা।দেখা গেল, মাস্ক পরে কলম্বোর স্টেডিয়ামে হাজির হলেন মাঠকর্মীরা।

পোকাদের তাড়াতে গোটা স্টেডিয়ামে স্প্রে পর্যন্ত করতে হল। তবে খেলা সাময়িকভাবে বন্ধের আগেও পোকার উপদ্রবে বেশ কয়েকবার সমস্যায় পড়তে দেখা যায় ক্রিকেটারদের।

বিতর্কের এখানেই শেষ নয়, ব্যাট করতে নেমে চতু্র্থ ওভারে দীপ্তি শর্মার থ্রো-য়ে পাকিস্তানের মুনিবা আলি। কিন্তু তিনি মাঠ ছাড়তে চাননি। সাজঘর থেকে বাইরে বেরিয়ে বাউন্ডারি লাইনে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। শেষ পর্যন্ত সাজঘরে ফিরতেই হয় মুনিবাকে।

বিতর্ক উস্কে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ ‘আজাদ কাশ্মীর’ প্রসঙ্গ তোলেন তিনি। মেগা ম্যাচে তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেল।

এবার আসা যাক ম্যাচের কথায়, পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৭ রান তুলল ভারত। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ২৪৮। ব্যর্থ ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। বড় রান পেলেন না স্মৃতিও। ভালো খেললেন জেমাইমা রদ্রিগেজ। চার রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন তিনি।এরপর দীপ্তি শর্মা এবং স্নেহ রানার জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ ৪২ রান।

শে্ষ দিকে নেমে আগ্রাসী মেজাজ খেলেন রিচা ঘোষ। জোড়া ছক্কা হাঁকিয়ে রানের গতি অনেকটাই বাড়ান তিনি। রিচা অপরাজিত থাকেন ২০ বলে ৩৫ রানে। ভারতের ইনিংস শেষ হয় ২৪৭ রানে।

আরও পড়ুন :যোগী রাজ্যের হোটেলের খাবারে অসুস্থ অজি ক্রিকেটাররা? জবাব দিল বিসিসিআই
ব্যাটিং করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় পাকিস্তান।শেষ পর্যন্ত ১৫৯ রানেই শেষ হল পাকিস্তানের ইনিংস। ক্রান্তি ও দীপ্তি তিনটি করে উইকেট নেন।

–

–