আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস মিলিয়ে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জীবনযাত্রা জনজীবন। ধস নেমে বন্ধ একাধিক রাস্তা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
অবিরাম বৃষ্টিতে ফুঁসছে নদী, বাড়ছে জলস্তর। ভূমিধসের জেরে পাহাড়, সমতল বিচ্ছিন্ন। বেড়াতে গিয়ে হোটেলে বন্দি পর্যটকরা যথেষ্ট আতঙ্কিত। পুজোর ঠিক পরপরই প্রকৃতির রোষে একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রবিবাসরীয় সকাল থেকে পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে ভারচুয়াল বৈঠক করে সমস্ত খোঁজখবর নিয়েছেন। সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সাফল্যের জন্য প্রার্থনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি দার্জিলিংয়ের পরিস্থিতির দিকে নজর রাখছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে সব রকমের সহায়তা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মোদি। এদিন আবার বাঙালি আবেগের শান দিতে বাংলা ভাষাতেও পোস্ট করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
–
–
–
–
–
–
–
–
