উত্তরের দুর্যোগে ২৩ জনের মৃত্যু, পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি হিসেবে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সোমবার দমদম বিমানবন্দর থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। পাশাপাশি পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। তিনি জানান এদিন প্রথমে হাসি মারা হয়ে তারপর নাগরাকাটার যতদূর পর্যন্ত এগোনো যায় তিনি যাবেন। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তিনি মিরিক যাবেন বলেও জানিয়েছেন। দার্জিলিঙের বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও নাগরাকাটা। সবচেয়ে বেশি মৃত্যুও মিরিক থেকেই। মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলার।

শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত একটানা বৃষ্টি এবং প্রতিবেশী রাষ্ট্রের জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং মিরিকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন।রাজ্য সরকারের কাছে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর হিসাব রয়েছে, জানিয়েছেন মমতা। তার মধ্যে ১৮ জন মিরিক-কালিম্পঙে এবং নাগরাকাটায় আরও পাঁচ জন। দুর্যোগের কারণে উত্তরে আটকে পড়েছেন বহু পর্যটক। এদিন মুখ্যমন্ত্রী জানান, আজ ৫০০ পর্যটকে ফিরিয়ে আনা হচ্ছে তার জন্য উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাস এবং ৪৫ টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। ডায়মন্ড হারবার এর একজন নিখোঁজ রয়েছেন বাকি সকলকেই উদ্ধার করা গেছে। ২৫০ জনকে শিলিগুড়িতে রাখার ব্যবস্থা হয়েছে। হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আটকে পড়া পর্যটকদের থেকে কোনওরকম টাকা নেওয়া না হয়। এই খরচ পুরোটাই বহন করবে সরকার।

মৃতদের পরিবারকে অর্থ-চাকরি সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘টাকা কখনও জীবনের বিকল্প হতে পারে না। এটা আমাদের তরফ থেকে সামান্য সামাজিক কর্তব্য। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পরিবারের এক জনকে দেওয়া হবে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি। যাতে তাঁদের কাউকে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না-হয়।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন পর্যটকরা নিরাপদেই রয়েছেন। মিরিক নাগরাকাটায় পুলিশ কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছে যাতে কারোর কোনও অসুবিধা না হয়। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য সরকার।

 

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...