Monday, November 17, 2025

প্ররোচনায় পা দিয়ে অশান্তি নয়: বিপর্যস্ত এলাকায় গিয়ে সংযমের আর্জি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কারও প্ররোচনায় পা দিয়ে অশান্তি ছড়াবেন না। এমন কোনও কাজ করবেন না যা কাম্য নয়। উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা নাগরাকাটা পরিদর্শনে গিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এরপরেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হন খগেন মুর্মু (Khagen Murmu) ও শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। নির্বাচনের সময় দেখা যায় কিন্তু অন্য সময় বিজেপিকে দেখা যায় না- এই ক্ষোভ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের। এদিন বিপর্যস্ত এলাকায় প্রচুর গাড়ি নিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ হন। সেই রোষ আছড়ে পড়ে এই দুজনের গাড়ির উপর। রীতিমতো লাঠি, ঝাঁটা, জুতো নিয়ে হামলা করেন স্থানীয়রা। আহত হন খগেন মুর্মু। শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তলে বিজেপি।

উত্তরবঙ্গের বিপর্যয়ে পরিদর্শনে গিয়ে ঘটনার কথা উল্লেখ না করলেও এই বিষয়টি নিয়ে সংযত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “কারও প্ররোচনায় পা দিয়ে অশান্তি ছড়াবেন না। এমন কোনও কাজ করবেন না- যা কাম্য নয়।” রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, “সবারই যে কোনও জায়গায় যাওয়ার অধিকার আছে। কিন্তু ৩০-৪০ টি গাড়ি নিয়ে বন্যা কবলিত এলাকায় যাওয়া দুর্গত মানুষের ক্ষোভ হতে পারে। তবে, কাউকে আঘাত করা কাম্য নয়।”

এরপরই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বার্তা, যে যাঁর মতো আসুক, কথা বলুক। কারও উপর আঘাত যেন না আসে। একই সঙ্গে তিনি বলেন, কোনও দুর্গত এলাকায় এলে সেখানকার মানুষের কথা শুনতে হবে। তাঁরা বিপর্যস্ত। ক্ষোভ জানাতেই পারেন। শোনার মানসিকতা নিয়ে আসতে হবে।

এর আগে বিজেপির সংসদ ও বিধায়ক এর উপর হামলার ঘটনা নিয়ে তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট জানান, “প্রথমেই আমরা স্পষ্ট জানাতে চাই — আমাদের দল কোনও ধরনের সহিংসতাকে সমর্থন করে না। আজ যা ঘটেছে, তা সম্পূর্ণভাবে বিজেপির নিজের কর্মফল। যখন সাধারণ মানুষ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত, তখন বিজেপি নেতারা গাড়ির কনভয় নিয়ে শুধুমাত্র ফটোশুটের জন্য এলাকায় গিয়েছিলেন, কোনো ত্রাণ কার্যক্রম ছাড়াই। এতে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ঘটনাটি ঘটে। এটি বিজেপির দীর্ঘদিনের অন্যায় ও মানুষের প্রতি অবহেলার ফল। মানুষকে আগে বঞ্চিত করুন, তারপর তাদের দুঃসময়ে গিয়ে ফটো-অপস করুন — এটাই বিজেপির কাজের ধারা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুরু থেকেই মাটিতে থেকে নিরলসভাবে মানুষকে সাহায্য করে চলেছেন — বিজেপির সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের মতো কেবল পোস্ট দিয়ে নয়, বাস্তবে পাশে থেকে।”

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...