Tuesday, November 18, 2025

সুপ্রিম নির্দেশে কাটল অচলাবস্থা! শীঘ্রই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ 

Date:

কাটল উপাচার্য নিয়োগের জট। রাজ্য সরকারের সঠিক অবস্থান এবং শীর্ষ আদালতের ক্রমবর্ধমান চাপের কাছে মাথা নত করে পশ্চিমবঙ্গের ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সবুজ সঙ্কেত দিতে বাধ্য হলেন আচার্য্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যে সব নাম নিয়ে আচার্য তথা রাজ্যপালের আপত্তি নেই, সেই প্রার্থীদের অবিলম্বে উপাচার্য হিসেবে নিয়োগ করা যাবে। এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পথ প্রশস্ত হল।

বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এ দিন মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত সিলেকশন কমিটি সম্ভাব্য প্রার্থীদের তালিকা আদালতে জমা দেয়। যদিও সেই তালিকার বেশ কিছু নাম নিয়ে আচার্য আপত্তি জানান। কিন্তু যে প্রার্থীদের নাম নিয়ে কোনও আপত্তি নেই, তাঁদের নিয়োগের অনুমতি দিলেন বিচারপতিরা।

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি। তিনি স্পষ্ট করেন, রাজ্য সরকারের পাঠানো তালিকায় উল্লিখিত ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে আপত্তি নেই আচার্যের। আদালতও সম্মতি জানিয়ে জানায়, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে।

তবে এখানেই থেমে থাকেননি বিচারপতি সূর্যকান্ত। তিনি জানতে চান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয়সহ বাকি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে। অ্যাটর্নি এ ব্যাপারে স্পষ্ট জবাব দিতে না পারলেও বেঞ্চ জানায়, বিচারপতিরা নিজেদের চেম্বারে বসে রাজ্য সরকার এবং আচার্যের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের পথ খুঁজবেন।

ফলে মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেগুলিতে উপাচার্য নিয়োগ ঝুলে ছিল, তার অন্তত ছ’টিতে এই মুহূর্তে নিয়োগের রাস্তা পরিষ্কার হল। আদালতের পর্যবেক্ষণ, এতে শুধু শিক্ষাক্ষেত্রের স্থবিরতা কাটবে না, প্রশাসনিক ক্ষেত্রেও গতি ফিরবে।

আরও পড়ুন – উত্তরের দুর্গতদের জন্য তৃণমূলের আইটি হেল্পডেস্কের নম্বর

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version