Monday, December 8, 2025

কেন্দ্রের দাবি লাদাখ শান্ত: তবে কেন ১০ দিন বন্ধ ইন্টারনেট, প্রশ্ন লাদাখের

Date:

Share post:

গায়ের জোরে লাদাখ দখলের চেষ্টা রুখে দিয়েছেন লাদাখের মানুষ। বারবার পূর্ণ রাজ্য ও ষষ্ঠ তফশিলের দাবির মধ্যে দিয়ে লাদাখের (Ladakh) পাহাড়ি জমি বাঁচানোর লড়াই জারি রেখেছেন। তার জেরে গ্রেফতার হতে হয়েছে আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk)। গ্রেফতারির পর থেকেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, লাদাখে পরিস্থিতি স্বাভাবিক। অথচ কীভাবে লাদাখের মুখ বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে, তার প্রমাণ লেহ (Leh) শহরে গণ্ডগোলের পর থেকে এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ (internet suspension) রাখা হয়েছে।

লাদাখের দাবি আদায়ে বরাবর শান্তিপূর্ণ পথে হেঁটে ছিলেন সোনম ওয়াংচু ও লাদাখ অ্যাপেক্স বডি (LAB)। তা সত্ত্বেও কান দেয়নি কেন্দ্রের সরকার। ফলে ২৪ সেপ্টেম্বর লাদাখের যুবসমাজ প্রবল বিক্ষোভে ফেটে পড়ে। লাদাখের মানুষের জন্য গোটা দেশের কাছে নিজেদের আওয়াজ পৌঁছে দেওয়ার মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া। লাদাখের ন্যায্য দাবিকে মান্যতা নিতে না পেরে এবার লাদাখের কন্ঠ রোধের পথে স্বৈরাচারী মোদি সরকার।

আরও পড়ুন: ‘সংবিধানের উপর আঘাত’! প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর 

২৪ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে গোটা লাদাখে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের হাই পাওয়ার কমিটির সঙ্গে বৈঠক বাতিল করেছে লাদাখ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সোমবারেও একইভাবে দুই সংগঠনের তরফ থেকে দাবি করা হল, যে দাবি কেন্দ্রের সরকার করছে, লাদাকে পরিস্থিতি স্বাভাবিক বলে, তা সঠিক নয়। লাদাখে (Ladakh) এখনও ইন্টারনেট পরিষেবা নেই (internet suspension)। এবং দাবি আদায়কারীদের বিভিন্নভাবে হেনস্থা করে চলেছে কেন্দ্রের সরকার।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...