গায়ের জোরে লাদাখ দখলের চেষ্টা রুখে দিয়েছেন লাদাখের মানুষ। বারবার পূর্ণ রাজ্য ও ষষ্ঠ তফশিলের দাবির মধ্যে দিয়ে লাদাখের (Ladakh) পাহাড়ি জমি বাঁচানোর লড়াই জারি রেখেছেন। তার জেরে গ্রেফতার হতে হয়েছে আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk)। গ্রেফতারির পর থেকেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, লাদাখে পরিস্থিতি স্বাভাবিক। অথচ কীভাবে লাদাখের মুখ বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে, তার প্রমাণ লেহ (Leh) শহরে গণ্ডগোলের পর থেকে এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ (internet suspension) রাখা হয়েছে।

লাদাখের দাবি আদায়ে বরাবর শান্তিপূর্ণ পথে হেঁটে ছিলেন সোনম ওয়াংচু ও লাদাখ অ্যাপেক্স বডি (LAB)। তা সত্ত্বেও কান দেয়নি কেন্দ্রের সরকার। ফলে ২৪ সেপ্টেম্বর লাদাখের যুবসমাজ প্রবল বিক্ষোভে ফেটে পড়ে। লাদাখের মানুষের জন্য গোটা দেশের কাছে নিজেদের আওয়াজ পৌঁছে দেওয়ার মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া। লাদাখের ন্যায্য দাবিকে মান্যতা নিতে না পেরে এবার লাদাখের কন্ঠ রোধের পথে স্বৈরাচারী মোদি সরকার।

আরও পড়ুন: ‘সংবিধানের উপর আঘাত’! প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

২৪ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে গোটা লাদাখে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের হাই পাওয়ার কমিটির সঙ্গে বৈঠক বাতিল করেছে লাদাখ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সোমবারেও একইভাবে দুই সংগঠনের তরফ থেকে দাবি করা হল, যে দাবি কেন্দ্রের সরকার করছে, লাদাকে পরিস্থিতি স্বাভাবিক বলে, তা সঠিক নয়। লাদাখে (Ladakh) এখনও ইন্টারনেট পরিষেবা নেই (internet suspension)। এবং দাবি আদায়কারীদের বিভিন্নভাবে হেনস্থা করে চলেছে কেন্দ্রের সরকার।

–

–

–

–

–

–