এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড, জয়পুর-আজমীর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (accident on Jaipur-Ajmer national highway)। মঙ্গলবার শেষ রাতে সানওয়াড়া (Sanwara) এলাকায় পর পর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি পুড়ে ছাই।প্রায় ১০ কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক। অগ্নিকাণ্ডের জেরে ট্রাকচালক-সহ ৩ জন আহত হয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলিন্ডার বোঝাই ট্রাক জাতীয় সড়কের ভুল জায়গায় পার্ক করে চালক দোকানে খেতে গেছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারলে দুটি গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে। একের পর এক সিলিন্ডার ফাটতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। আশপাশে থাকা প্রায় ছয় থেকে সাতটি গাড়িতে আগুন লেগে যায়। বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল।দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–
–