Tuesday, November 18, 2025

শাহ থেকে সাবধান, সবচেয়ে বড় মীরজাফর: কাকে সতর্ক করলেন মমতা!

Date:

“সব বিষয়ে অমিত শাহকে (Amit Shah) ভরসা করবেন না। বেশি বিশ্বাস করলে মীরজাফরের মতো পরিণতি হতে পারে!” বুধবার, বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, অমিত শাহ (Amit Shah) ‘অ্যাক্টিং প্রধানমন্ত্রী’-র মতো কাজ করছেন।

এদিন, কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারকে একের পর এক তোপ দাগেন। বলেন, “আমার বলতে খারাপ লাগছে, কিন্তু, এরা দেশকে শেষ করে দেবে। আমি অনেক সরকার দেখেছি। কিন্ত, আমি এমন ঔদ্ধত্য কখনও দেখিনি। এমন একনায়ক সরকার দেখিনি। তাদের মনে রাখা দরকার, তারা আজ ক্ষমতায় রয়েছে। কিন্তু, আগামিকাল ক্ষমতায় নাও থাকতে পারে। কোনও কিছুই স্থায়ী নয়।”

এর পরেই এসআইআর নিয়ে অমিত শাহকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তীব্র আক্রমণ করে বলেন, “পুজোর মরশুমের মধ্যে ১৫ দিনে SIR আদৌ সম্ভব? সবাইকে নাম তুলতে হবে। এটা কী করছে এরা? বিজেপি পার্টির কমিশন হবে? নাকি গণতন্ত্রের অধিকারের কমিশন হবে? এটা পুরো অমিত শাহর খেলা। তিনি তো অ্যাক্টিং প্রধানমন্ত্রীর মতো কাজ করেন।

এর পরে মোদিকে (Narendra Modi) উদ্দেশ করে মমতার সাবধান বাণী, “আমি দুঃখিত, এই কথা বলতে হচ্ছে- প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহ থেকে সাবধান থাকুন! সব বিষয়ে ওঁকে ভরসা করবেন না। উনিই সবচেয়ে বড় মীরজাফর। আগে থেকে সজাগ থাকুন। সকালই বলে দেয়, দিন কেমন যাবে।”

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version