Monday, November 17, 2025

শিল্ডের বোধনে শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয়, পরীক্ষা সেরে নিলেন অস্কার

Date:

জয় দিয়েই আইএফএ শিল্ডের (IFA Shiled) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)।  বুধবার কল্যাণী স্টেডিয়ামে শ্রীনিধি ডেকান দলকে ৪-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ।

কল্যাণীতে ছিমছামভাবেই হল শিল্ডের বোধন।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ আইএফএ কর্তারা। শিল্ড ট্রফির উন্মোচন হয়। ম্যাচের শুরুতে উত্তরবঙ্গে বন্যায় দুর্গতদের জন্য নীরবতা পালন করা হয়।  প্রতিপক্ষ দল শক্তিশালী  না হওয়ায় এই ম্যাচে পরীক্ষা-নীরিক্ষা সেরে নেয় কোচ অস্কার ব্রুঁজো। ডিফেন্সে চার ভারতীয়কে খেলান। গোলে খেলান দেবজিত মজুমদারকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে লাল হলুদ।

গোল পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২১ মিনিটে মিগুয়েল ফিগুইরার ফ্রি-কিক শ্রীনিধি ডেকানের গোলকিপার আধিল ফয়জল  কোনওমতে সেভ করলে ফিরতি বল গোলে ঠেলে দেন জয় গুপ্তা। লাল হলুদ জার্সিতে প্রথম গোলের পর উল্লাসে মাতেন।

লাল হলুদের দ্বিতীয় গোল এল ৩৮ মিনিটে। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ে। ৪৮ মিনিটে বিপীনের ক্রসে ফ্লিক করে জালে বল জড়িয়ে দেন হামিদ।

আরও পড়ুন:মেসি ভক্তদের ব্যাপক চাহিদ, কলকাতায় অফলাইনে পাওয়া যাবে টিকিট?

তৃতীয়  গোলের ঠিক দু’মিনিট বাদে ক্রেসপোর কর্নারে বিনা বাধায় হেড করে যান লালচুংনুঙ্গার পরিবর্ত হিসেবে মাঠে নামা জিকসন ৷৷ইস্টবেঙ্গলের পরের প্রতিপক্ষ নামধারী এফসি।

Related articles

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...

এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

এসএসসি নিয়োগের ইন্টারভিউ বোর্ডে কোনও দাগি প্রার্থীকেই ডাকা হয়নি, বিরোধীদের দাবি উড়িয়ে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য...
Exit mobile version