Tuesday, November 18, 2025

সীমান্তরক্ষীদের জমজমাট ফুটবল, জাঁকজমকপূর্ণ ভাবেই সূচনা বিএসএফ-র ফুটবল টুর্নামেন্টের

Date:

সারা বছর সীমান্ত পাহাড়ার দায়িত্বে থাকেন, কিন্তু বল পায়ে মাঠে নামলে সীমান্তরক্ষীরাও কোনও অংশে কম যান না। কল্যাণীতে সূচনা হল বিএসএফ –এর (BSF) দক্ষিণ বঙ্গ সীমান্ত  কর্তৃক আয়োজিত ৪৮তম আন্তঃসীমান্ত ফুটবল প্রতিযোগিতার।  কল্যাণী স্টেডিয়ামের মাঠে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়। পাঁচ দিনের এই টুর্নামেন্ট চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলকাতার সীমান্ত সদর দপ্তর বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী প্রবীণ কুমার সহ ঊর্ধ্বতন বিএসএফ-র উচ্চ পদস্থ আধিকারিকরা।  উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিএসএফ সীমান্তের দলগুলির একটি চিত্তাকর্ষক মার্চ-পাস্টের মাধ্যমে অংশ নেয়। সুন্দর একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এই ফুটবল প্রতিযোগিতায় ১১টি বিএসএফ-র  দল অংশগ্রহণ করছে। লিগ এবং নকআউট ফর্ম্যাটে ম্যাচগুলি অনুষ্ঠিত হয়ে আগামী  ১১ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে। উদ্বোধনী ম্যাচে, দক্ষিণ বঙ্গ সীমান্ত কাশ্মীর ফ্রন্টিয়ারকে ১-০ ব্যবধানে পরাজিত করে।

বিএসএফ দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতাটি দেশের “বৈচিত্র্যের মধ্যে ঐক্য” এর চেতনার সুন্দর প্রতীক। প্রতিটি খেলোয়াড় সমান নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগের সাথে প্রতিযোগিতা করে, দলগত কর্ম এবং জাতীয় ঐক্যের প্রকৃত চেতনাকে মূর্ত করে।

Related articles

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...
Exit mobile version