Tuesday, November 18, 2025

শিল্ডের বোধনে শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয়, পরীক্ষা সেরে নিলেন অস্কার

Date:

জয় দিয়েই আইএফএ শিল্ডের (IFA Shiled) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)।  বুধবার কল্যাণী স্টেডিয়ামে শ্রীনিধি ডেকান দলকে ৪-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ।

কল্যাণীতে ছিমছামভাবেই হল শিল্ডের বোধন।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ আইএফএ কর্তারা। শিল্ড ট্রফির উন্মোচন হয়। ম্যাচের শুরুতে উত্তরবঙ্গে বন্যায় দুর্গতদের জন্য নীরবতা পালন করা হয়।  প্রতিপক্ষ দল শক্তিশালী  না হওয়ায় এই ম্যাচে পরীক্ষা-নীরিক্ষা সেরে নেয় কোচ অস্কার ব্রুঁজো। ডিফেন্সে চার ভারতীয়কে খেলান। গোলে খেলান দেবজিত মজুমদারকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে লাল হলুদ।

গোল পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২১ মিনিটে মিগুয়েল ফিগুইরার ফ্রি-কিক শ্রীনিধি ডেকানের গোলকিপার আধিল ফয়জল  কোনওমতে সেভ করলে ফিরতি বল গোলে ঠেলে দেন জয় গুপ্তা। লাল হলুদ জার্সিতে প্রথম গোলের পর উল্লাসে মাতেন।

লাল হলুদের দ্বিতীয় গোল এল ৩৮ মিনিটে। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ে। ৪৮ মিনিটে বিপীনের ক্রসে ফ্লিক করে জালে বল জড়িয়ে দেন হামিদ।

আরও পড়ুন:মেসি ভক্তদের ব্যাপক চাহিদ, কলকাতায় অফলাইনে পাওয়া যাবে টিকিট?

তৃতীয়  গোলের ঠিক দু’মিনিট বাদে ক্রেসপোর কর্নারে বিনা বাধায় হেড করে যান লালচুংনুঙ্গার পরিবর্ত হিসেবে মাঠে নামা জিকসন ৷৷ইস্টবেঙ্গলের পরের প্রতিপক্ষ নামধারী এফসি।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version