চলতি মরশুমে আইএসএল কবে থেকে শুরু হবে তা এখনও চূড়ান্ত নয়, তবে আইএসএলে(ISL) নতুন দল যুক্ত হতে চলেছে। আই লিগ( I League) চ্যাম্পিয়ন হওয়ার দরুণ এবং সমস্ত লাইসেন্সিং নিয়ম পাস করায় ইন্টার কাশী আসন্ন আইএসএলে যোগ্যতা অর্জন করেছে। চিঠি দিয়ে এমনটা জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন কোন দল তা নিয়ে অনেক জটিলতা ছিল। শেষ পর্যন্ত ক্যাসের রায়কে মান্যতা দিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আনুষ্ঠানিকভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করছে।ফলে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবং এফএসডিএলের যাবতীয় শর্ত পূরণ করার দরুণ দেশের সর্বোচ্চ লিগে জায়গা করে নিচ্ছে ইন্টার কাশী।

ভারতীয় ফুটবল ফেডারেশন যে চিঠি ইন্টার কাশীকে পাঠিয়েছে তাতে লেখা হয়েছে, ‘আই লিগ ও ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রকে সম্মান জানিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আগামী মরশুমের আইএসএলের জন্য ছাড়পত্র দিচ্ছে। ফিফার সদস্য হিসেবে এআইএফএফ ক্যাসের সিদ্ধান্তকে সম্মান করে। । ইন্টার কাশী আইএসএলের খেলার জন্য যাবতীয় শর্ত পূরণ করেছে।’

আইএসএলে অবনমন এখনও শুরু হয়নি। ফলে দল সংখ্যা বাড়তে চলেছে আইএসএলে। গত মরশুমে পাঞ্জাব এফসি সুযোগ পেয়েছিল আইএসএলে। এবার যোগী রাজ্যও আইএসএলের মানচিত্রে জায়গা করে নিচ্ছে।

আরও পড়ুন :লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ভয়কে জয় করেই অবিচল উত্তরপাড়ার পর্বতারোহী শুভম

ইন্টার কাশী যখন আইএসএলে সুযোগ পাচ্ছে তখন অন্ধকার ঘনাচ্ছে রেড রোডের ধারের ক্লাব মহমেডানেও। আসন্ন মরশুমে আইএসএল খেলতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার সুপার কাপ থেকেও বাদ পড়তে চলেছে মহমেডান। শেয়ার জটিলতা, ফুটবলারদের বেতন বকেয়া নিয়ে জটিলতা অব্যাহত। তাই সুপার কাপ থেকে মহমেডানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে এফএসডিএল।

–

–

–

–