Tuesday, November 18, 2025

কেষ্টপুরে খেলতে গিয়ে খালে ডুবে মৃত দুই শিশু! শোকস্তব্ধ এলাকা

Date:

খেলতে গিয়ে বাগজোলায়(Bagjola) খালের জলে ডুবে মৃত্যু(Water drawing death)! একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় শোকস্তব্ধ কেষ্টপুর(Kestopur)ও নিউটাউন(Newtown) সংলগ্ন চণ্ডীবেড়িয়া এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগজোলা খাল পাড়ের বাসিন্দা ওই দুই শিশু প্রতিদিনই সকালে একসঙ্গে খেলতে বের হত। বুধবার সকালেও তারা অন্যদিনের মতো খালের ধারে খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ করেই তারা খালে পড়ে যায়। কিছুক্ষণ পর খাল পাড়ের কয়েকজন বাসিন্দা দেখেন, দুই শিশু জলের তোড়ে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খালে নেমে উদ্ধার অভিযান চলান। কিছুক্ষণের চেষ্টায় আটবছরের নাবালককে উদ্ধার করা সম্ভব হলেও চার বছরের শিশুকন্যার আর খোঁজ মিলছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। দ্রুত ডুবুরি নামিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১১টার দিকে শিশুকন্যাকেও উদ্ধার করা হয়।  আরও পড়ুন: গ্রহ-রত্ন বিক্রির আড়ালে ৩৫০ কোটির বিদেশি মুদ্রা তছরুপ! কলকাতা-সহ তিন শহরে ইডির তল্লাশি অভিযান

দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই শিশুরই ফুসফুসে জল ঢুকে গিয়েছিল। অনেকক্ষণ জলে থাকার কারণে শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হয় দুজনেরই। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শিশুকন্যাকে বাঁচানো সম্ভব হয়নি। শোকের ছায়া এলাকা জুড়ে।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version